শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ১৭ মে, ২০২০, ০৮:০২ সকাল
আপডেট : ১৭ মে, ২০২০, ০৮:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মঠবাড়িয়ায় দুঃস্থ্যদের নামের তালিকায় সহকারি প্রধান শিক্ষকের স্ত্রী !

জুলফিকার আমীন, মঠবাড়িয়া প্রতিনিধি: [২]  পিরোজপুরের মঠবাড়িয়ায় সংরক্ষিত আসনের এক নারী ইউপি সদস্যর বিরুদ্ধে ব্যপক অনিয়ম ও স্বজপ্রীতির অভিযোগ উঠেছে। তিনি দুঃস্থ্যদের নামের তালিকায় তার দেবর স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ হামিদ মিয়ার স্ত্রী শাহিনুর আক্তারের নাম অন্তভূর্ক্ত করার অভিযোগ রয়েছে।

[৩] রুবি আলম উপজেলার ৩নং মিরুখালী ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের ইউপি সদস্য ও শৌলা গ্রামের আলম মাস্টারের স্ত্রী। আলম মাস্টার বর্তমানে মঠবাড়িয়া সোনালী ব্যাংকে কর্মরত আছেন।

[৪] স্থানীয় বাসিন্দারা জনান, রুবি আলম বিভিন্ন সময় একাধিকবার ত্রাণ দেয়ার কথা বলে ভোটার আইডি কার্ডের ফটোকাপি নিলেও ত্রাণ বা সরকারি সুবিধা তার আত্মীয় স্বজনদের বারবার পাইয়ে দিচ্ছেন। এসমনকি চলতি করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে কর্মহীন অসহায় দুঃস্থ্যদের সরকারি ত্রাণ বিররণ কার্যক্রমে তার আত্মীয় স্বজনদের নাম অন্তভূর্ক্ত করেছেন।

[৫] নারী ইউপি সদস্য রুবি আলম তার আত্মীয় শিক্ষক মোঃ হামিদ মিয়ার স্ত্রী শাহিনুর আক্তারের নাম অন্তভূর্ক্ত করার সত্যতা স্বীকার করে বলেন, সম্প্রতি ওই শিক্ষকের ব্যাংকে লোন থাকায় তার স্ত্রীকে তালিকায় নাম অন্তভূর্ক্ত করা হয়েছে। এছাড়াও তার স্বজনদের মধ্যে যারা অসহায় রয়েছে তাদের নাম অন্তভূর্ক্ত করা হয়েছে।

[৬] স্থানীয় ইউপি চেয়ারম্যান আঃ ছোবাহান শরীফ জানান, রুবি আলমের ব্যপক স্বজনপ্রীতি রয়েছে। তিনি টাকা ছাড়া করো নাম অন্তভূর্ক্ত করেনা। তিনিও রুবি আলমের শাস্তির দাবী করেছেন।

[৭] উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক বলেন,নামের তালিকা এখনও চূড়ান্ত হয়নি। তার পরেও কোন অভিযোগ থাকলে আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। সম্পাদনা: ইস্রাফিল হাওলাদার

  • সর্বশেষ
  • জনপ্রিয়