শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ১৭ মে, ২০২০, ০৫:৪৭ সকাল
আপডেট : ১৭ মে, ২০২০, ০৫:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চারদিনেই উপশমের দাবি করা ওষুধ নিয়ে গবেষণা শুরু করেছে আইইডিসিআর

লাইজুল ইসলাম : [২] রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষনা প্রতিষ্ঠান আইইডিসিআরের পরিচালক ডা. মীরজাদি সেব্রীনা ফ্লোরা বলেন, হাসপাতালে আমরা রোগিদের মেডিসিন দেওয়া শুরু করতে যাচ্ছি। ইতমধ্যে আমরা রোগি সংগ্রহ করছি। যারা প্রস্তুত থাকবেন তাদেরকে নিয়ে এই কার্যক্রম শুরু করা হবে। যদি সফলতা মিলে তবে এই ওষুধকে আমরা তালিকাভ‚ক্ত করবো।

[৩] এরআগে বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালের বক্ষব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. তারেক আলম, এক সহযোগী চিকিৎসককে নিয়ে প্রায় দেড় মাস গবেষণা করেন। ওষুধ প্রয়োগের মাত্র তিন দিনে ৫০ শতাংশ ও চার দিনে করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ আসে। তারা ৬০ জন রোগির ওপর এই ওষুধ ব্যবহার করেছেন বলে জানান।

[৪] ডা. তারেক আলম বলেন, আমাদের রোগিরা কেউ কেউ কোনো সিমটম ছাড়াই পজেটিভ এসেছে। তবে কারো কারো অসুস্থতা বাড়ছিলো। এমন সময় আমরা এই ওষুধটা ব্যবহার করি। এবং সফলতা পাই। ওষুধ খাওয়ার চারদিনের মাথায় টেস্ট করলেই আশা করি রিপোর্ট নেগেটিভ আসবে। তবে এজন্য আরো গবেষনা প্রয়োজন আছে বলে মনে করেন তিনি।

[৫] স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাবিবুর রহমান বলেন, ওনারা যেটা করেছে সেটা যদি বেশিরভাগ ক্ষেত্রেই সাফল্য আসে, সেক্ষেত্রে সরকার রিসার্চ রাখবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়