শিরোনাম
◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১৭ মে, ২০২০, ০৫:৩২ সকাল
আপডেট : ১৭ মে, ২০২০, ০৫:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা মোকাবিলায় ‘সংস্পর্শ-শূন্য’ কোলকাতা বিমানবন্দর

ইয়াসিন আরাফাত : [২] সংস্পর্শবিহীন ভ্রমণ ও সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়ে সব রকম ব্যবস্থা করা হয়েছে কলকাতা বিমানবন্দরে। কোভিড-১৯-এর হাত থেকে যাত্রীদের নিরাপদে রাখার ব্যাপারে বিমানবন্দরটি এখন পুরোপুরি প্রস্তুত বলে দাবি করেছেন বিমানবন্দরের এক শীর্ষস্থানীয় কর্মকর্তা। এনডিটিভি, কোলকাতা ২৪, এই সময়

[৩] নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক কৌশিক ভট্টাচার্য বলেন, পুরো বিষয়টিকে সংস্পর্শ-বিহীন রাখতে আমরা সব ব্যবস্থা করেছি। এবিষয়ে আমরা কেন্দ্রের নির্দেশ মেনে চলব। বিমানবন্দরকে জীবাণুশূন্য রাখতে নিয়মিত সময়ের ব্যবধানে জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে।

[৪] তিনি জানান, বিমানবন্দরে প্রবেশ করার পর থেকে বিমানে ওঠা পর্যন্ত পুরোটাসময় সম্পূর্ণ সংস্পর্শবিহীন ও ন্যূনতম অংশে স্পর্শের মাধ্যমে যাত্রীদের বিমানে ওঠানোর ব্যবস্থা করা হয়েছে। বোর্ডিং পাস সংগ্রহ করার সময় থেকেই সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি কড়া ভাবে মেনে চলা হবে এবং কাউন্টারে কোনও ব্যক্তিকেই স্পর্শ করার প্রয়োজন পড়বে না। এছাড়া থার্মাল গান‌ের সাহায্যে তাপমাত্রা পরীক্ষা থেকে শুরু করে বাধ্যতামূলক সুরক্ষাজনিত চেকিংসহ সব ক্ষেত্রেই বিমানবন্দরের কর্মীদের সঙ্গে যাত্রীদের মধ্যে প্রয়োজনীয় দূরত্ব বজায় রাখা হবে।

[৫] তিনি আরও জানান, কোনও রকম সংযোগ বা সংস্পর্শ ছাড়াই টিকিট ও পরিচয়পত্র চেক করা হবে। একটি মেশিনের সাহায্যে যাত্রীদের স্ক্যান করা হবে। তবে সেই সময়ে যাত্রীদের মাস্ক খুলতে হবে। ‌এছাড়াও বিমানে ওঠার আগে বাধ্যতামূলক হাত ধোয়া ও টার্মিনালে বসার ব্যবস্থাতে দূরত্ব বজায় রাখার বিষয়টিও খেয়াল রাখা হবে।

[৬] গত ২৫ মে থেকে দেশে চলছে লকডাউন। সেই সময় থেকেই বন্ধ রয়েছে সমস্ত ধরনের বিমান চলাচল। কেবল মাত্র কার্গো বিমান চলাচলের অনুমতি দেওয়া হয়েছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়