শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ১৭ মে, ২০২০, ১২:৩৩ দুপুর
আপডেট : ১৭ মে, ২০২০, ১২:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রুয়ান্ডায় গণহত্যার অন্যতম আসামি কাবুগা গ্রেফতার

ডেস্ক রিপোর্ট : [২] রুয়ান্ডা গণহত্যার অন্যতম নায়ক ফেলিসিয়েঁ কাবুগা ফ্রান্সে গ্রেফতার হয়েছেন। কাবুগা প্যারিসের কাছে আইনির সু-সেইন এলাকায় নাম-পরিচয় ভাঁড়িয়ে বাস করছিলেন। শনিবার গ্রেফতার হওয়ার পর তাকে সেখানেই অন্তরীণ রাখা হয়েছে বলে জানিয়েছে দেশটির বিচার মন্ত্রণালয়।

[৩] ৮৪ বছর বয়সী কাবুগার বিরুদ্ধে ১৯৯৪ সালে রুয়ান্ডায় গণহত্যা চালানো ও মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটনের অভিযোগ রয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালতে। খবর বিবিসির

[৪] ১৯৯৪ সালে রুয়ান্ডায় টুটসি জনগোষ্ঠীর বিরুদ্ধে জাতিগত নিধন চালানোর পেছনে অর্থায়ন করেছেন কাবুগা। সে সময় রজনৈতিকভাবে বিরোধী উদারপন্থি হুতু এবং সংখ্যালঘু টুটসি জনগোষ্ঠীর প্রায় আট লাখ মানুষকে নির্বিচারে হত্যা করা হয়েছিল। কাবুগা সম্পর্কে তথ্য প্রদানের জন্য যুক্তরাষ্ট্র ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছিল।

[৫] হুতু জনগোষ্ঠীর সদস্য ও প্রভাবশালী ব্যবসায়ী কাবুগা মিলিশিয়াদের অর্থ দিয়ে গণহত্যায় উৎসাহিত করতেন। আরটিএলএম নামের একটি প্রচার মাধ্যম চালু করে সেখান থেকে সংখ্যালঘু টুটসিদের বিরুদ্ধে তথ্য সংগ্রহ করে তাদের হত্যা করার জন্য ইন্ধন জোগাতেন তিনি।

[৬] বহু বছর ধরে মনে করা হতো কাবুগা কেনিয়ায় বাস করেন। সেখানে প্রভাবশালী রাজনৈতিক ছত্রচ্ছায়ায় থেকে তিনি গ্রেফতার এড়িয়ে আছেন বলেও ধারণা করা হতো। তবে অবাক করার ব্যাপার হলো, তিনি গত ২৫ বছর ধরে ফ্রান্সেই নাম-পরিচয় গোপন করে লুকিয়েছিলেন।

[৭] তবে গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটনের অভিযোগে শেষ পর্যন্ত তাকে আন্তর্জাতিক আদালতের সামনে হাজির করা হবে।সমকাল, প্রিয়ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়