শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ১৭ মে, ২০২০, ১০:০৮ দুপুর
আপডেট : ১৭ মে, ২০২০, ১০:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আটকে আছে কোর্স, শঙ্কায় কর্মকর্তারা

ডেস্ক রিপোর্ট : [২] মহামারী করোনা ভাইরাসের প্রকোপে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা উন্নয়নের বেশ কয়েকটি প্রশিক্ষণ কোর্স ঝুলে গেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন এসব প্রশিক্ষণের সঙ্গে বিসিএসের বেশ কয়েকটি ব্যাচের কর্মকর্তাদের সিনিয়র স্কেল পরীক্ষা ও পদোন্নতি জড়িত। নির্দিষ্ট সময়ে প্রশিক্ষণ শেষ না হওয়ায় পদোন্নতি ও সিনিয়র স্কেল পরীক্ষা আটকে যাওয়ার শঙ্কায় আছেন ৭০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে অংশ নেওয়া কয়েকটি ব্যাচের কর্মকর্তারা। তারা দ্রুত এসব কোর্স শেষ করতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছেন।

[৩] সংশ্লিষ্টরা বলছেন, আটকে যাওয়া কোর্সগুলো অনলাইনে কিংবা অন্য কোনো উপায়ে এসাইনমেন্টের মাধ্যমে দ্রুত শেষ করে প্রশিক্ষণার্থীদের সনদ দেওয়া হবে। তারা কোনো ধরনের ক্ষতির মুখে পড়বেন না। এ বিষয়ে একটি সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য তার কার্যালয়ে পাঠানো হয়েছে। তিনি অনুমোদন দিলেই কর্মকর্তারা কোর্সগুলো শেষ করার পদক্ষেপ হাতে নেবেন।

[৪] জানা গেছে, ৭০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে বিসিএস সাধারণ ও টেকনিক্যাল ক্যাডার, প্রশাসন, তথ্য, পুলিশ, ট্যাক্স, পররাষ্ট্র, পরিসংখ্যান, গণপূর্ত, ডাক, কৃষি, মৎস্য, আনসার ও বাণিজ্য ক্যাডারের সাড়ে ছয় শ’র বেশি কর্মকর্তা অংশ নিচ্ছেন। গত বছরের ২৬ অক্টোবর শুরু হওয়া ৬ মাস মেয়াদি এ কোর্সের প্রশিক্ষণ ৫ মাস শেষ হয়েছে। দেশের ৮টি প্রশিক্ষণ কেন্দ্রে চলা এ কোর্সটি গত ২৬ এপ্রিল শেষ হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে সরকারি বেসরকারি সব দপ্তর বন্ধ ঘোষণা করায় এক মাসের প্রশিক্ষণ শেষ করতে পারেনি সংশ্লিষ্টরা। বিসিএস ৩১, ৩৪, ৩৫, ৩৬ ও ৩৭তম ব্যাচের কর্মকর্তারা এ কোর্সে অংশগ্রহণ করছেন। তাদের মধ্যে ৩৪ ব্যাচের কর্মকর্তারা ২০১৬ সালের ১ জুন চাকরিতে যোগদান করেছিলেন। তাদের চাকরি স্থায়ীকরণ জড়িত এ প্রশিক্ষণের সঙ্গে।

[৫] সূত্র জানায়, ১০ থেকে ১৫টি কোর্সে প্রায় এক হাজার কর্মকর্তা প্রশিক্ষণ নিচ্ছেন।

[৬] ৭০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে সবচেয়ে বেশি কর্মকর্তা অংশ নিয়েছেন। কর্মদক্ষতা বাড়ানোর এসব কোর্সের সঙ্গে পদোন্নতি ও পদায়নযুক্ত। ফলে প্রশিক্ষণ শেষ করার তাগিদ কর্মকর্তাদের।

[৭] নাম প্রকাশে অনিচ্ছুক প্রশিক্ষণে অংশ নেওয়া এক কর্মকর্তা আমাদের সময়কে বলেন, ৭০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সটির সঙ্গে আমাদের সিনিয়র স্কেল পরীক্ষা জড়িত। দ্রুত কোর্সটি শেষ না হলে আগামী জুনে অনুষ্ঠিত সিনিয়র স্কেল পরীক্ষায় আমরা অংশ নিতে পারব না। এ ছাড়া কোর্সের সঙ্গে কিছু ক্যাডারের প্রফেশনাল প্রশিক্ষণও জড়িত। অনেকে পদোন্নতি ও অন্যান্য সুবিধায় পিছিয়ে পড়ার শঙ্কা রয়েছে।

[৮] কর্মকর্তারা জানান, কোর্সটি দীর্ঘায়িত হলে ক্যারিয়ারে পিছিয়ে পড়ার শঙ্কা রয়েছে। অনলাইন কিংবা অন্য কোনোভাবে আমাদের এসাইনমেন্ট দিয়ে দ্রুত প্রশিক্ষণ কোর্সটি শেষ করা হবে বলে আমাদের বিশ্বাস। জনপ্রশাসন মন্ত্রণালয় ও বাংলাদেশ লোকপ্রশাসন কেন্দ্রের (বিপিএটিসি) ওপর আমাদের আস্থা রয়েছে। ইতোমধ্যে গত ২৩ ও ২৪ মার্চে প্রশিক্ষণার্থীরা স্ব স্ব কর্মস্থলে যোগদান করেছেন।

[৯] এ প্রসঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ক্যারিয়ার প্ল্যানিং ও প্রশিক্ষণ (সিপিটি) অনুবিভাগের কর্মকর্তা অতিরিক্ত সচিব ড. মো. হুমায়ুন কবীর আমাদের সময়কে বলেন, আমরা প্রশিক্ষণের বিষয়গুলো আলাপ আলোচনা করছি। করোনা দীর্ঘায়িত হতে পারে এমনটি ধরে নিয়ে এসব কোর্স শেষ করার বিষয়ে ভাবছি। কোন উপায়ে কোর্সগুলো শেষ করব দু-এক সপ্তাহের মধ্যেই সিদ্ধান্তে পৌঁছতে পারব। প্রশিক্ষাণার্থীদের দুশ্চিন্তার কোনো কারণ নেই বলেও জানান তিনি।

[১০] জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুণ আমাদের সময়কে বলেন, এ বিষয়ে আমরা কাজ শুরু করেছি। তবে কোর্সগুলো শেষ করতে একটু সময় লাগবে। অনলাইনে পরীক্ষা কিংবা অন্য কোনোভাবে এসাইনমেন্ট দিয়ে মূল্যায়ন শেষে প্রশিক্ষণার্থীদের সনদ দেওয়া হবে। কারও পদোন্নতি কিংবা সিনিয়র স্কেল পরীক্ষা আটকে থাকবে না বলেও আশ্বস্ত করেন জনপ্রশাসন সচিব।আমাদের সময়, সময়নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়