শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৭ মে, ২০২০, ০৮:০৮ সকাল
আপডেট : ১৭ মে, ২০২০, ০৮:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মৌলভীবাজার ব্যস্ততম সড়কে হঠাৎ বাঁশ ফেলে বন্ধ করে দিল পুলিশ

স্বপন দেব, মৌলভীবাজার : [২] সরকারের নিদের্শণা অনুসারে ও মৌলভীবাজারের দোকান মালিক সমিতির অনুরোধে মৌলভীবাজার জেলা প্রশাসন মৌলভীবাজারে আংশিক দোকান খোলার অনুমতি দিয়েছেন। কিন্তু শনিবার দুপুরে হঠাৎ করে পুলিশের উদ্যোগে শহরের ব্যস্ততম সড়ক এম সাইফুর রহমান সড়ক বাঁশ দিয়ে দু পাশে বন্ধ করে দেয়া হলে চরম ভোগান্তিতে পড়েন বাজার করতে আসা সাধারণ মানুষ।

[৩] বাজারে কেনাকাটা করতে আসা একজন বৃদ্ধ মহিলা বলেন আমি সিএনজি নিয়ে জরুরী কিছু জিনিস কিনতে আসি আমি। আমাদের জানা মতে বিকেল চারটার মধ্যে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে কিন্তু এখন শহরের দুইপাশে বাঁশ ফেলে পুলিশ আটকে দিয়েছে, আমি সিএনজি নিয়ে যেতে পারছিনা পরে পুলিশকে অনুরোধ করলে তাঁরা বাঁশ তুলে আমাকে সিএনজি নিয়ে বের হতে দেন।

[৪] এ বিষয়ে মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক নাজিয়া শিরিন সংবাদকর্মীদের বলেন কারা বাঁশ ফেলে রাস্তা বন্ধ করেছে তা আমার জানা নেই।

[৫] মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ জিয়া উদ্দিন জানান শহরের আংশিক কিছু জায়গা বন্ধ করার জন্য এটা করা হয়েছে বলে আমি শুনেছি। তবে বিস্তারিত জেনে আমি পরে আপনাদের জানাতে পারবো।

[৬] মৌলভীবাজার জেলার চেম্বার সভাপতি মোঃ কামাল হোসেন জানান, আমি যখন শুনেছি শহরের ব্যস্ততম সড়কগুলো বাঁশ ফেলে বন্ধ করা হয়েছে তখন পুলিশের সঙ্গে কথা বলে জানতে পারি মানুষের যাতায়াত কমানোর জন্য এ উদ্যোগ নেয়া হয়েছে। তিনি আরও বলেন যে এ উদ্যাগ নেবার আগে পৌরসভা, চেম্বার ও জেলা প্রশাসন সাথে আলাপ করে উদ্যোগটা নিলে ভালো হতো। যারা এটি অতি উৎসাহিত হয়ে এ পদক্ষেপ নিয়েছেন তাদের এটা করা সঠিক হয়নি।

[৭] দোকান মালিক সমিতির আহ্বায়ক ইকবাল আহমদ বলেন, উদ্যোগ নেবার আগে সকল ব্যবসায়ীদের সাথে কথা বলে নিলে ভালো হতো। আমরা সামাজিক এবং সরকারী নিয়ম মেনেই ব্যবসা চালিয়ে যাচ্ছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়