শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৭ মে, ২০২০, ০৬:০০ সকাল
আপডেট : ১৭ মে, ২০২০, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনা মোকাবেলার এই প্রান্তে আর কোনো ভুল নয়

শেখ মিরাজুল ইসলাম : করোনাকালে সাধারণ মানুষ কখন অসহায় বোধ করে জানেন? যখন দেখে জনগণ সরকারের কিছু অপরিণত পরিকল্পনার সুযোগ নিয়ে কোনো ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলছে না। এক জাতীয় অবিবেচক জনগণ ইচ্ছামতো ঈদের মার্কেটিং করবে, লাঠি বল্লম নিয়ে ধানক্ষেতে মারামারি করবে, ধর্মের দোহাই দিয়ে শোডাউন দেবে, কিন্তু তাদের কাউকে কিছু বলা যাবে না। এভাবে তারা কাতারে কাতারে করোনা আক্রান্ত হয়ে আধমরা হেলথ সিস্টেমকে ভীষণ পেরেশানির মধ্যে ফেলতে থাকবে। তখন যাবতীয় দায়িত্ব এসে পড়ে কেবল ডাক্তার-নার্সদের উপর।

 

কিন্তু তাদের যথাযথ সুযোগ-সুবিধা, অবকাঠামো, পরিষেবা ইত্যাদি দেওয়ার কথা উঠলে সরকার ও মন্ত্রণালয়গুলো একে অন্যের মুখ চাওয়াচাওয়ি করতে থাকে। যেন এমন আজগুবি কথা তারা কোনোদিন শুনেনি। অন্যদিকে ‘এমন হলে তেমন হতো’, ‘ইতালি-ভিয়েতনাম-আমেরিকার বুজুর্গি পরিসংখ্যান’ নিয়ে তখন কতিপয় বিশেষজ্ঞ ব্যস্ত হয়ে পড়েন নীতিনির্ধারক ও আমজনতাকে এটা-সেটা বুঝিয়ে বিভ্রান্ত করতে। এখন তারা আমদানি করছে ‘শক্ত ইমিউনিটি’ তত্ত্ব। যেখানে পর্যাপ্ত টেস্টের মাধ্যমে শরীরে এন্টিবডি তৈরি হওয়ার যথেষ্ট উপাত্ত নিশ্চিত করা যায়নি, সেক্ষেত্রে এই তত্ত্বের উপর ভরসা করে লকডাউন শিথিল করার যৌক্তিকতা এখনো প্রমাণিত হয়নি।

 

এর বাইরেও যথেষ্ট ত্রাণ দেওয়া হচ্ছে বলা হলেও ভিক্ষুক-অনাহারীর সংখ্যা ঠিকই বৃদ্ধি পাচ্ছে। কেউ একটু জোরে এর সমালোচনা করলে তখন তাকে তথ্য আইনের আওতায় হয়রানি করা হয়। কিন্তু ঠিকই আমজনতার দোহাই দিয়ে রাষ্ট্রের ভেতর অসৎ সরকারি দায়িত্বপ্রাপ্তরা নিজেদের হাত ধুয়ে করোনাভাইরাস বহন করা রোগীদের ঘাড়ে চেপে বিবৃতি দিয়ে বেড়ান। সরকার এবং রাষ্ট্র দুটো ভিন্ন বিষয়। এই তথ্য যেমন করোনাভাইরাস বোঝে না, ঠিক সেভাবে সরকারের ভেতর কিছু মন্দ লোকও বোঝে না। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও লেখক

  • সর্বশেষ
  • জনপ্রিয়