শিরোনাম
◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মুজিবনগর দিবস বাঙালির শৃঙ্খলমুক্তির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৭ মে, ২০২০, ০৩:৩৩ রাত
আপডেট : ১৭ মে, ২০২০, ০৩:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]করোনা মোকাবিলায় ভালো আছে সুইজারল্যান্ড

রাজু আলাউদ্দিন : [২] ইউরোপের দেশ সুইজারল্যান্ডে লকডাউন শিথিল করা হলেও সামাজিক দূরত্ব বজায় রাখার ওপর জোর দেয়া হচ্ছে। প্রবাসী বাংলাদেশিরা জানান, গেল কয়েক মাস কাজ না থাকলেও সুইস সরকার ঠিকই বেতন দিচ্ছে। এতে সব দিক দিয়েই ভালো আছেন তারা।

[৩] করোনাভাইরাস মোকাবিলায় আগেভাগেই ব্যবস্থা নিয়ে মহামারি থেকে নিজেদের রক্ষা করেছে সুইজারল্যান্ড। তিন ধাপের লকডাউন ও উন্নত স্বাস্থ্য সেবার মাধ্যমে প্রায় ৯০ ভাগ রোগীকে তারা সারিয়ে তুলেছে। দেশটিতে থাকা বাংলাদেশিরাও ভালো আছেন। কাজ না থাকলেও বেতন চলে যাচ্ছে অ্যাকাউন্টে।

[৪] সুইজারল্যান্ডে বসবাসরত এক বাংলাদেশি বলেন, যারা চাকরিজীবী ঘরে বসেই তাদের অ্যাকাউন্টে স্যালারি চলে যাচ্ছে।

[৫] ১১ মে থেকে কিছুটা শিথিল হয় লকডাউন। তবে সামাজিক দূরত্ব মানার বিষয়ে কড়াকড়ি এখনও চোখে পড়ার মতো। কারো অর্থিক সংকট থাকলে তা সমাধান করছে সরকার। কয়েকজন বাংলাদেশিরা শোনালেন, কী করে করোনার বিরুদ্ধে যুদ্ধ করে সফল হলো সুইসরা।

[৬] সুইজারল্যান্ডে বসবাসরত এক বাংলাদেশি বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের সব কথা একদম মেনে চলে সকলেই। যে কারণে করোনা নিয়ন্ত্রণে আছে। সুইজারল্যান্ডে বসবাসরত আরেক বাংলাদেশি বলেন, এখান প্রায় রেড অ্যালার্ট জারি করার মতো অবস্থা। এবং সুইসরা কেউ রোগ গোপন করে না।

[৭] আল্পস পর্বতমালার কোলে অবস্থিত দেশটিতে থাকা বাংলাদেশিদের বেশ কয়েকজন করোনায় আক্রান্ত হলেও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। সন্ধ্যা সাতটার সময় সংবাদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়