শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৭ মে, ২০২০, ০২:৩৪ রাত
আপডেট : ১৭ মে, ২০২০, ০২:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]আফ্রিদির বিরুদ্ধে বৈষম্যপূর্ণ আচরণের ভয়াবহ অভিযোগ আনলেন কানেরিয়া

স্পোর্টস ডেস্ক : [২] করোনার এই দুর্বিপাকে একের পর এক ভালো কাজ করে বারবার শিরোনামে আসছেন পাকিস্তানি ক্রিকেটার শহীদ আফ্রিদি। অন্যদিকে দুদিন পরপর বোমা ফাটানো মতো বিস্ফোরক মন্তব্য করে সংবাদমাধ্যম গরম করছেন নিষেধাজ্ঞায় থাকা দেশটির স্পিনার দানিশ কানেরিয়া।

[৩] এবার হঠাৎ আফ্রিদিকে নিয়েই বোমা ফাটালেন কানেরিয়া।  বৈষম্যপূর্ণ আচরণের জন্য সতীর্থ অলরাউন্ডার শহীদ আফ্রিদিকে অভিযুক্ত করলেন। সবদিক থেকেই সবসময় আফ্রিদি তার বিরুদ্ধে অবস্থান নিতেন বলে জানালেন ক্যানেরিয়া। অনিল দলপতের পর দ্বিতীয় হিন্দু ক্রিকেটার হিসেবে পাকিস্তান জাতীয় দলের জার্সি গায়ে চাপান দানিশ ক্যানেরিয়া।

[৪] সংবাদ সংস্থা পিটিআইকে বর্তমানে ফিক্সিং কান্ডে নিষিদ্ধ থাকা ক্যানেরিয়া বলেন, ‘আমরা দুজন যখন ঘরোয়া ক্রিকেটে একই বিভাগের হয়ে কিংবা ওয়ানডেতে একসাথে খেলতাম সে সবসময় আমার পিছনে লেগে থাকতো। একজন লোক যখন সব সময় আপনার বিরুদ্ধে থাকেন এবং আপনি সে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন তাহলে ধর্ম ছাড়া আর কি কারণ থাকতে পারে এর পেছনে?’

[৫] এই লেগ স্পিনারের বিশ্বাস আফ্রিদি তার বিরুদ্ধে না দাঁড়ালে ওয়ানডে ম্যাচের সংখ্যাও বাড়তে পারতো আরও, আমি তার কারণে অতিরিক্ত ওয়ানডে খেলতে পারিনি এবং সে বাজেভাবে আমাকে পরিচালনা করেছিল যখন আমরা ঘরোয়া লিগে একই বিভাগে খেলতাম তখন সে অধিনায়ক ছিল। সে অন্যদের সমর্থন দিলেও আমাকে কখনোই সমর্থন করতো না। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিতে হয় এর পরেও আমি পাকিস্তানের হয়ে বেশ কিছু ম্যাচ খেলতে পেরেছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়