শিরোনাম
◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ১৭ মে, ২০২০, ০১:৫৪ রাত
আপডেট : ১৭ মে, ২০২০, ০১:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জামালপুর সীমান্তে বিপুল পরিমান মাদকদ্রব্যসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে বিজিবি

ইসমাঈল হুসাইন ইমু : [২] জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল এস এম আজাদ জানান, শুক্রবার রাতে জামালপুর জেলার অধীনস্থ দেওয়ানগঞ্জ উপজেলার আওতাধীন ঝাউডাংগা বিওপির সীমান্ত পিলার ১০৮০/৩-এস থেকে ১ কি. মি. বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ রহিমপুর এলাকায় অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করা হয়। এসময় ১৩৫ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ১টি মোটর সাইকেল এবং ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, সুজন (৩০), সবুজ (৩৩) ও শাহিজল (২৮)। তাদেও বিরুদ্ধে মামলা দায়ের করে মালামালসহ দেওয়ানগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

[৩] একই সময়ে বাঘারচর সীমান্ত পিলার ১০৭৩/৩-এস থেকে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাখনেরচর এলাকায় ৩ জন লোককে ১টি বস্তাসহ সীমান্ত শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করতে দেখে চ্যালেঞ্জ করে। এসময় চোরাচালানীরা বস্তাটি ফেলে ভারতে পালিয়ে যায়। ওই বস্তায় ৬ হাজার ৮৫০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট এবং সাড়ে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

[৫] এছাড়াও শনিবার সকালে বাঘারচর সীমান্তে কদমতলা এলাকায় অভিযান চালিয়ে ২ জনকে ৪শ’ পিস ইয়াবা ট্যাবলেট, ১টি মোটর সাইকেল এবং ১টি মোবাইল ফোনসহ আটক করা হয়। এরা হলেন, ইরানী (৩৫) ও হাফিজুর রহমান (২৮)। পৃথক ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়