শিরোনাম
◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী 

প্রকাশিত : ১৭ মে, ২০২০, ০১:৪৯ রাত
আপডেট : ১৭ মে, ২০২০, ০১:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় যুক্তরাষ্ট্রে ২ শতাধিক সংবাদকর্মী ছাঁটাই

মুসা আহমেদ: [২] করোনার মহামারির কারণে প্রতিষ্ঠানের সার্বিক খরচ কমাতে এবার সংবাদকর্মী ছাঁটাইয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের দুটি সংবাদমাধ্যম প্রতিষ্ঠান। শুক্রবার দেশটির দ্য ইকোনোমিস্ট গ্রুপ ও ভাইস মিডিয়া গ্রুপ তাদের প্রতিষ্ঠানের ২ শতাধিক কর্মী ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে। রয়টার্স

[৩] এ বিষয়ে দেশটির সাপ্তাহিক পত্রিকা দ্য ইকোনোমিস্ট জানায়, প্রতিষ্ঠানের সম্পাদনার বাইরে কাজ করে এমন ৯০ জন কর্মী ছাঁটাই করা হচ্ছে। অন্যদিকে ভাইস মিডিয়া এক ঘোষণায় জানায়, করোনার মহামারির কারণে বিজ্ঞাপন কমে যাওয়ায় চরম আর্থিক সঙ্কটে ভুগছে প্রতিষ্ঠান। এ কারণে প্রতিষ্ঠানটির ১৫৫ সংবাদকর্মী ছাঁটাই করা হচ্ছে।

[৪] এ বিষয়ে ভাইস মিডিয়া গ্রুপের নির্বাহী কর্মকর্তা ন্যান্সি ডাব বলেন, করোনা মহামারির তিন মাসে চলে যাচ্ছে। ধস নেমেছে বিজ্ঞাপন ব্যবসায়ে। এ অবস্থায় আমাদের প্রতিষ্ঠান আর্থিকভাবে বিপর্যস্ত। করোনা মহামারির কারণে কঠোর পরিশ্রম করেও প্রতিষ্ঠানটি ঘুরে দাঁড়ানোর সুযোগ দেখছে না। তাই বিকল্প উপায় না পেয়ে কর্মী ছাঁটাইয়ের মত একটা নেতিবাচক পথ বেছে নিতে হচ্ছে।

[৫] আর্থিক সমস্যা তুলে ধরে ডাব আরো বলেন, বেশ কয়েক বছর ধরেই আমাদের মিডিয়া ব্যবসা খারাপ যাচ্ছে। করোনার কারণে সেই পরিস্থিতি আরো খারাপ হচ্ছে। বহুবছর পর এখন শ্বাসরুদ্ধকর পরিস্থিতি দাঁড়িয়েছে প্রতিষ্ঠানটিতে।

[৬] দেশটির একটি অনলাইনে দেয়া এক বিবৃতিতে ডাব বলেন, সাংবাদিকতায় কর্মী ছাঁটাই বড় একটা হুমকি। করোনা মহামারির প্রাদুর্ভাবের পর থেকেই গুগল-ফেসবুকের বিজ্ঞাপন ব্যবসাও চরম মন্দায় যাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়