শিরোনাম
◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও)

প্রকাশিত : ১৭ মে, ২০২০, ০১:৪২ রাত
আপডেট : ১৭ মে, ২০২০, ০১:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা শনাক্ত পুলিশ সদস্যরা কোনো অসুবিধা ছাড়াই সেরে উঠছেন, চাঙা রয়েছে তাদের মনোবল

সুজন কৈরী : [২] শনাক্তদের মধ্যে কিছু সদস্য ইতিমধ্যে সুস্থ হয়ে উঠেছেন এবং তারা পরিবারের কাছে ফিরে যাওয়ার অপেক্ষায় রয়েছেন।

[৩] করোনা শনাক্ত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে চিকিৎসকদের বরাত দিয়ে ডিএমপির যুগ্ম কমিশনার শাহ মিজান শাফিউর রহমান এ কথা বলেন।

[৪] তিনি আরও বলেন, অত্যন্ত আন্তরিক ভাবে করোনা শনাক্ত পুলিশ সদস্যদের সুচিকিৎসাসহ অন্যান্য সেবা দেয়া হচ্ছে।

[৫] এর আগে শনিবার বাহিনীর সদস্যদের সুচিকিৎসা ও সার্বিক কল্যান নিশ্চিতে নিয়মিত তদারকির অংশ হিসেবে তার নেতৃত্বে একটি দল শনাক্ত পুলিশ সদস্যদের দেখতে যান এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।

[৬] আইজিপি ড. বেনজীর আহমেদ ও ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম করোনা শনাক্ত পুলিশ সদস্যদের সার্বক্ষণিক খোঁজ খবর রাখার পাশাপাশি তাদের সুচিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়া নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন। ইতিমধ্যেই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে কয়েকটি টিম গঠন করা হয়েছে। এসব টিমের কর্মকর্তারা সার্বক্ষণিক করোনা শনাক্ত পুলিশ সদস্যদের পাশে যাচ্ছেন, কথা বলছেন, তাদের স্বাস্থ্যের খোঁজ নিচ্ছেন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সবসময় তৎপর রয়েছেন।

[৭] যুগ্ম কমিশনার শাহ মিজান শাফিউর রহমানের নেতৃত্বে পরিদর্শন দল রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ, হোটেল আরামবাগ, রাজারবাগ স্কুল এন্ড কলেজ, বিজয়নগর হোটেল, ডিটেকটিভ ট্রেনিং স্কুল, ডিএমপির ট্রাফিক ব্যারাকে স্থাপিত অস্থায়ী চিকিৎসা কেন্দ্র ও রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পুলিশের বিভিন্ন ইউনিটের চিকিৎসাধীন পুলিশ সদস্যদের দেখতে যান।

[৮] ডিএমপির ওফেলফেয়ার এন্ড ফোর্স ডিভিশনের ডিসি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূইয়া, ডিএমপি সদর দপ্তরের এডিসি আর এম ফয়েজুর রহমান, ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স ডিভিশনের এডিসি মো. আবু আশরাফ সিদ্দিকীসহ সদর দপ্তরের এসি (প্রশাসন) মো. আশিক হাসান ও এসি (ফোর্স) কে. এন. রায় নিয়তি তার সঙ্গে পরিদর্শন করেন। বিশেষ এই টিম করোনা শনাক্ত প্রতিটি পুলিশ সদস্যকে সরেজমিন পরিদর্শন করেন, তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেন এবং তাদের চিকিৎসা সেবাসহ নানাবিধ সুযোগ-সুবিধার বিষয়ে খোঁজ নেন। তারা শনাক্তদের আইজিপির গৃহীত কল্যানধর্মী ব্যবস্থাগুলোর বিষয়ে অবগত করেন এবং ডিএমপি কমিশনারের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন।

[৯] বিশ্বময় মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনা সংক্রমণের শুরু থেকেই জনগণের পাশে রয়েছেন পুলিশ সদস্যরা। জনগণকে নিরাপদ রাখতে সম্ভাব্য সবকিছু করে সম্মুখ যোদ্ধার খেতাব পেয়েছেন তারা। মানুষকে বাঁচাতে নিজেরাও ব্যাপকভাবে করোনা পজেটিভ হয়েছেন। মারা গেছেন ৭ জন। সর্বশেষ শনিবার পর্যন্ত সারাদেশে করোনা শনাক্ত হয়েছেন ২ হাজার ৩৮২ জন পুলিশ সদস্য। এর মধ্যে ডিএমপির রয়েছেন ১ হাজার ৪১ জন। তাদের মধ্যে মাঠপর্যায়ের সদস্যই বেশি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়