শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১৭ মে, ২০২০, ০১:২৬ রাত
আপডেট : ১৭ মে, ২০২০, ০১:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শেরপুরে  শাপলা চত্ত্বরে ফোয়ারার পানিতে পরে বিদ্যুতায়িত হয়ে ১জনের মৃত্যু

তপু সরকার : [২] পটিয়ায় বন্ধ রং কারখানা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে পুড়ে ছাই

[৩] শেরপুরের খোয়ারপাড় শাপলা চত্বরে ফোয়ারার পানিতে ডুবে বিদ্যুতায়িত হয়ে ১জনের মৃত্যু হয়েছে বলে জানাযায় । মৃত ব্যেক্তির নাম খোকন বলে জানা যায় ।  এঘটনায় শেরপুর সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

[৪] স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ১৫মে দুপুরে শহরের গুরুত্বপূর্ণ খোয়ারপাড় শাপলা চত্বর মোড়ে যানজটের মধ্যে খোকন নামের এক ইজিবাইক চালকের সিট কে বা কারা পানিতে ফেলে দেয়।

[৪] এসময় ওই ইজিবাইক চালক সবার অজান্তে ফোয়ারার পানিতে সিট তুলতে গিয়ে সেখানেই বিদ্যুতায়িত হয়ে মারাযায়। পরে বিকেলে স্থানীয়দের দৃষ্টিত আসে পানির ফোয়ারায় খোকনকে পড়ে থাকতে দেখে মটরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাকে পানি থেকে তুলে আনে এবং জেলা হাসপাতালে নেয়া হয়। সেখানেই কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করেন। খোকেনর বাড়ী জেলার শ্রীবরদী উপজেলার গোপালখিলা গ্রামে।

[৫] এ বিষয়ে কেউ এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ দাখিল করে নি। তাই একটি অপমৃত্যুর মামলা করে মরদেহ খোকনের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

[৬] বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ  মাধ্যমে নানা কথা ভাইরাল হয়ে যায়। এখানে ট্রাফিক পুলিশ সিট ঢিল ছুড়েছে বলে সামাজিক গণমাধ্যমে বলা হয়েছে। তবে এমন অভিযোগের প্রত্যক্ষ কোন সত্যতা পাওয়া যায়নি। এতে পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু করা হয়েছে। এ মৃত্যুর জন্যে ফোয়ারার পানির মোটরের বিদ্যুৎ সংযোগকেই দায়ী করা হচ্ছে। এমন গুরুত্বপূর্ণ স্থানে পানি ও পানির পাইপে বিদ্যুতায়িত করে রাখাটা মরণ ফাঁদ বলে অনেকেই উল্লেখ করেছেন। তাই বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান।সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়