শিরোনাম
◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ তীব্র তাপপ্রবাহ, শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ১৬ মে, ২০২০, ১১:৩৭ দুপুর
আপডেট : ১৬ মে, ২০২০, ১১:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভালো নেই বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম, উন্নত চিকিৎসায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
আরিফুল ইসলাম, সরাইল : [২] ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা আওয়ামী লীগের প্রবীণ রাজনীতিবিদ বর্ষীয়ান নেতা ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আব্দুল হালিম ভালো নেই। তিনি স্ট্রোক করে গুরুতর অসুস্থ অবস্থায় ব্রাহ্মণবাড়িয়ায় '‌দি ল্যাব এইড' হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। তাঁর উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন এখানকার আওয়ামী লীগ ও মহাজোটের নেতারা। প্রিয় নেতার সুচিকিৎসার জন্য অনেকে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন।
[৩] জানা গেছে, রণাঙ্গন কাঁপানো বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিমের চিকিৎসার জন্য পর্যাপ্ত টাকার প্রয়োজন। চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর কাছে আর্থিক সাহায্য কামনা করেছেন এই মুক্তিযোদ্ধা।
মহান মুক্তিযুদ্ধের সময় তিনি ভারতের হাফানিয়া ক্যাম্পের চীফ ছিলেন। একসম‌য়ের তু‌খোড় ছাত্র‌নেতা ব্রাহ্মণবা‌ড়িয়া ক‌লে‌জের সা‌বেক ভি‌পি, বাংলা‌দেশ আওয়ামী লীগ সরাইল উপ‌জেলা শাখার সা‌বেক সংগ্রামী সভাপ‌তি আব্দুল হালিম পঁচাত্ত‌রোত্তরকা‌লে আওয়ামী লীগের দুঃসম‌য়ে নির্ভীক কান্ডারী ছিলেন তিনি। এছাড়া সরাইলের নানা সমস্যার সমাধান ও বিভিন্ন উন্নয়নে তাঁর ভূমিকা উল্লেখযোগ্য।
[৪] জাতির জনক বঙ্গবন্ধু যাঁ‌কে তুই ব‌লে স‌ম্বোধন কর‌তেন এই আব্দুল হালিম সরাইল মহা‌বিদ্যালয় প্র‌তিষ্ঠায় উ‌ল্লেখ‌যোগ্য অবদান রাখেন। সরাইল উপ‌জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন একাধিকবার। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে একাধিকবার নৌকা প্রতীকের প্রার্থী মনোনীত হন।১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর যিনি বিভিন্ন আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন, সেই বর্ষীয়ান নেতা আব্দুল হালিম আজ উন্নত চিকিৎসার অভাবে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে।
[৫] প্রিয় নেতাকে দেখতে শুক্রবার জেলা শহরে গিয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের মহাজোটের সাবেক এমপি অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা, সরাইল উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোছা. রোকেয়া বেগম, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমেদুল কামাল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মাহফুজ আলী, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি হাজী ইকবাল হোসেন সহ দলীয় বেশ কয়েকজন নেতা ও কর্মী। তাঁরা সকলেই প্রবীণ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম-এর উন্নত চিকিৎসায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন বিনীতভাবে।  সম্পাদনা : জেরিন আহমেদ
  • সর্বশেষ
  • জনপ্রিয়