শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১৬ মে, ২০২০, ১১:১৫ দুপুর
আপডেট : ১৬ মে, ২০২০, ১১:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিডে রেমিট্যান্স হ্রাস পাবে মনে করা হলেও গত মাসে রেমিট্যান্স বেড়েছে

বিশ্বজিৎ দত্ত: [২] সোনালী ব্যাংকের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী জানান, সোনালী ব্যাংকে গত এপ্রিল মাসে ৭০ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। এটি গত বছরের এই সময়ের চেয়ে কিছুটা বেশি। ব্যাংকগুলোর মধ্যে সোনালী ব্যাংকের মাধ্যমেই সবচেয়ে বেশি রেমিট্যান্স আসে।

[৩] বৃদ্ধির কারণ হিসাবে বলেন, প্রবাসী যারা রেমিট্যান্স পাঠান তারা বেশির ভাগই খেটে খাওয়া মানুষ। ঈদে পরিবারের লোকজনদের এই সংকটে কিছু অর্থ পাঠাতে পারবো না। এটা তারা মনে করে না। একবেলা না খেয়ে হলেও তারা কিছু অর্থ পাঠান।

[৪] তা ছাড়া করোনায় ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানো বেড়েছে। হুন্ডি করে টাকা পাঠাতে কিছু ব্যাক্তি বা প্রতিষ্ঠান আছে। করোনায় তারা বিদেশে ও দেশে ঘরবন্দি। প্রবাসীরাও ভাবছে এই মুহুর্তে হুন্ডিতে টাকা পাঠালে মার যাওয়ার সম্ভাবনা। অন্যদিকে ব্যাংকের টাকায় সঙ্গে সঙ্গে ২ শতাংশ প্রণোদনা পাওয়া যায়। তাই হুন্ডির অর্থও রেমিট্যান্স প্রবেশ করছে।

[৫] তবে ঈদের পরে কি হবে এটা বলা যাচ্ছে না। অনেক প্রবাসী দেশে ফেরত আসতে পারে। আবার ছোট ছোট কাজ বিশেষ করে ক্লিনিং, দ্কোানপাটে বসা, বাগানের কাজ, দারোয়ানের কাজ ড্রাইভার এসব বাড়তেও পারে। কারণ মধ্যপ্রাচ্যে অনেক ছোট কাজই এখন ঘরে বসে করতে চাইবে অনেকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়