শিরোনাম
◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৬ মে, ২০২০, ০৮:৪৪ সকাল
আপডেট : ১৬ মে, ২০২০, ০৮:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]বাংলাদেশ ক্রিকেট দলের স্পন্সর হতে আগ্রহী হচ্ছে না কেউই

রাহুল রাজ : [২] সময় মত টি-টোয়েন্টি বিশ্বকাপ হলে অনেকগুলো বাঁধার সম্মুখীন হতে হবে বোর্ড পরিচালকদের। একসাথে টিমকে নিতে হবে দ্বিপাক্ষিক সিরিজ ও টি-টোয়েন্টি বিশ^কাপের প্রস্তুতি। ফলে বিশ্বকাপের জন্য শতভাগ প্রস্তুতি নেয়া সম্ভব হবে না টিম টাইগারদের। এছাড়া বাংলাদেশ দলের স্পন্স পেতেও বেগ পেতে হবে বিসিবিকে।

[৩] চলতি বছরের ৮ জানুয়ারি জাতীয় দল, ‘এ’ দল, অনূর্ধ্ব-১৯ দল এবং নারী ক্রিকেট দলের স্পন্সরের দরপত্র আহ্বান করেছিল বিসিবি। তিন দফা দরপত্রের সময় বাড়ানো হলেও বিসিবির ডাকে এখন পর্যন্ত কেউ সাড়া দেয়নি। দর্শক শূন্য মাঠে বিশ্বকাপ হলে স্পন্সরেরা মুখ ফিরিয়ে নেবে এটাই স্বাভাবিক।

[৪] বিশ্বকাপে প্রথম রাউন্ড পেরিয়ে এ প্রতিযোগীতার মূল আসরে খেলতে হবে বাংলাদেশকে। প্রথম রাউন্ডে বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ নামিবিয়া, নেদারল্যান্ডস ও স্কটল্যান্ড। এ গ্রুপে রয়েছে আয়ারল্যান্ড, ওমান, পাপুয়া নিউ গিনি ও শ্রীলঙ্কা। দুই গ্রুপ থেকে সেরা দুই দল যাবে পরের রাউন্ডে। ১৯, ২১ ও ২৩ অক্টোবর বাংলাদেশের খেলার সূচি রয়েছে।

[৫] এইসব প্রতিপক্ষের বিপক্ষে বাংলাদেশের জয় তুলে নিতে তেমন অসুবিধা হবার কথা নয়। কিন্তু দূর্বল প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ হারার রেকর্ড বাংলাদেশের ঝুলিতে রয়েছে। ২০০৩ সালের বিশ্বকাপে ক্যানাডার বিপক্ষে ৬০ রানের পরাজয় এখনো ক্রিকেট ভক্তদের মনে দাগ কেটে আছে।

[৬] লকডাউনে এখন পর্যন্ত বাংলাদেশের তিনটি সিরিজ স্থগিত হয়েছে। মাঠে খেলা গড়ালে স্থগিত সিরিজগুলো দ্রুত সময়ে খেলতে হতে পারে বাংলাদেশকে। তৈরি করা হবে নতুন এফটিপি। এজন্য পর্যাপ্ত খেলোয়াড় তৈরি রাখার পরিকল্পনা প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর।

[৭] তিনি বলেন, ‘ছেলেরা মাঠে ফিরলে অবশ্যই টানা খেলার প্রস্তুতি থাকতে হবে। এজন্য তাদের ফিটনেসকেই অগ্রাধিকার দেয়া হবে। আমরা চেষ্টা করবো যতটা সম্ভব খেলোয়াড় প্রস্তুত রাখা। যদি কোনো সিরিজ দ্রুত সময়েও আয়োজন করা হয় আমরা যেন খেলোয়াড় প্রোভাইড করতে পারি সেদিকটি নিশ্চিত করতে হবে আমাদেরকে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়