শিরোনাম
◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা

প্রকাশিত : ১৬ মে, ২০২০, ০৬:৫৯ সকাল
আপডেট : ১৬ মে, ২০২০, ০৬:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সরকার যে তথ্য-উপাত্ত উপস্থাপন করছে তাতে জনগণের আস্থা নেই : ইকবাল হাসান মাহমুদ টুকু

শাহানুজ্জামান টিটু : [২] বিএনপি করোনা পরিস্থিতির সার্বিক চিত্র তৃণমুল পর্যায় থেকে তথ্য উপাত্ত তুলে ধরার জন্য করোনা পর্যবেক্ষণ সেল গঠন করেছে। ইতিমধ্যে সেলের দায়ত্বিপ্রাপ্তরা তাদের কাজ শুরু করেছেন। এই কাজ আরো তরান্বিত করতে সংশ্লিষ্ঠ নেতাদের চিঠি দিয়েছেন পর্যবেক্ষণ সেলের আহবায় জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন,আমরা জাতিকে যে তথ্য দিতে চাচ্ছি তা হলো সত্যিকার অর্থে বর্তমান করোনা পরিস্থিতিতে গোটা জাতি কী অবস্থার মধ্যে আছে। আমরা নাগরিকরা তা জানি না ।

[৩] এক প্রশ্নের জবাবে বিএনপির এই নীতিনির্ধারক বলেন, আমরা চাচ্ছি সঠিক তথ্য উপাত্ত তৃণমূল পর্যায় থেকে নিয়ে এসে একসঙ্গে করে আমরা জাতির কাছে উপস্থাপন করবো। এতে সরকার এবং জাতি উপকৃত হবে । দুই. এই যে সরকার বলছে মানুষকে তারা ত্রাণ দিচ্ছে এটা আমরা আরো ভালোভাবে পর্যবেক্ষণ করবো। তৃণমুল থেকে আমরা রিপোর্ট আনার চেষ্টা করব। কতখানি মানুষের কাছে পৌঁছেছে, কতটা মানুষ পেয়েছে। এই তথ্যগুলো তা যাচাইবাছাই করে উপস্থাপন করা হবে।

[৪] তিনি বলেন, তৃণমুলের রির্পোট পাওয়ার জন্য কোন নির্দিষ্ট টাইম ফ্রেম নেই। এটা একটি চলমান প্রক্রিয়া। কারণ ৬৪ জেলার ইনফরমেশনগুলো আমরা এক সঙ্গেপাবো না। যে তথ্যগুলো আগে পাওয়া যাবে তা ভাগে ভাগে জাতির কাছে উপস্থাপন করা হবে।

[৫] বিএনপির এনেতা বলেন, সোশ্যাল মিডিয়া বিভিন্ন পত্র-পত্রিকায় যেসব ছবি দেখি চাল চুরি, ত্রাণ চুরি তাতে কি মনে হয় না এটা সুষ্ঠুভাবে বিতরণ হচ্ছে? আমার কাছে এমন প্রমাণ আছে, ভিজিএফের কার্ড উপজেলা চেয়ারম্যান ভাগ করেছে, তার মধ্যে দেখা গেছে চেয়ারম্যানের হাতে মাত্র চারটি আছে । আর সব এমপি কোটা লীগ কোটায় ভাগ করে দিয়েছে। এটা নিয়ে অনিয়ম তো আছেই আমরা কেন সারা জাতি জানে ।

[৬] ইকবাল হাসান মাহমুদ বলেন, এই অবস্থার মধ্যে আমরাই প্রথম প্রণোদনার কথা বলেছি যা জিডিপির 3% হবে। ‌এই টাকা সরকারকে ব্যয় করতে হবে পরিস্থিতি সামাল দিতে হলে। আমরা প্রত্যেকটি সেক্টর অনুযায়ী ব্যাখ্যা করেছি । যেসব মানুষ বিদেশে চাকরি হারিয়ে দেশে ফিরেছে তাদের জন্য যে টাকার প্রয়োজন আমরা সে ব্যবস্থার কথা বলেছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়