শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৬ মে, ২০২০, ০৬:৫৪ সকাল
আপডেট : ১৬ মে, ২০২০, ০৬:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লালমনিরহাটে করোনায় নতুন ৬ জনসহ মোট আক্রান্ত ২২

লালমনিরহাট প্রতিনিধি: [২] এ জেলায় নার্স ও স্বাস্থ্যকর্মীসহ মোট আক্রান্ত ২২ জনে দাঁড়িয়েছে। নতুন আক্রান্ত রয়েছে ৬ জন এর মধ্যে স্বাস্থ্যকর্মী রয়েছে ৪ জন।

[৩] শনিবার (১৬ মে) সকালে লালমনারহাট সিভিল সার্জন ডা. নির্মলেন্দ রায় এ তথ্য নিশ্চিত করেন।

[৪] তিনি জানান, লালমনিরহাটের ৫টি উপজেলার মধ্যে কালীগঞ্জ উপজেলা ছাড়া প্রতিটি উপজেলায় করোনা ভাইরাসের রোগী শনাক্ত হয়েছে। ৮ দিন আগে রংপুর থেকে ঢাকা করোনা ল্যাবে পাঠানো ১৯টি নমুনায় ৬ জন শনাক্তের রিপোর্টে পৌঁছে শনিবার (১৬ মে) সকালে। রিপোর্টে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নার্স, সিএইচসিপি, অফিস সহকারী, স্বেচ্ছাসেবী টেকনোলজিস্টসহ ৫ জন এবং হাতীবান্ধায় একজনের পজিটিভ এসেছে।

[৫] এর আগে চিকিৎসকসহ ১৬ জন শনাক্ত হয়েছেন এ জেলায়। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ২২। সদর ও পাটগ্রাম উপজেলায় ৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকিরা কেউ করোনা ওয়ার্ডে কেউ হোম আইসলোশনে চিকিৎসাধীন।

[৬] আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৩ জন, আদিতমারীতে ১৪ জন, হাতীবান্ধায় ২ জন ও পাটগ্রাম উপজেলায় চিকিৎসকসহ ৩ জন করোনা শনাক্ত হয়েছেন। সংক্রমণের দিক থেকে আদিতমারী উপজেলা অনেকটা এগিয়ে। যার মধ্যে একটা বড় অংশ রয়েছে উপজেলা স্বাস্থ্যকর্মী। সম্পাদনা: ইস্রাফিল হাওলাদার

  • সর্বশেষ
  • জনপ্রিয়