শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৬ মে, ২০২০, ০৬:৪৪ সকাল
আপডেট : ১৬ মে, ২০২০, ০৬:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বোলসানারোর সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে এক মাসের মধ্যে ব্রাজিলের দুই স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ

লিহান লিমা: [২] ব্রাজিলের প্রেসিডেন্ট জেইল বোলসানারো গত ১৬ই এপ্রিল স্বাস্থ্যমন্ত্রী লুইস মানদেতাকে পদচ্যুত করার এক মাসের মধ্যেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন নতুন মন্ত্রী নেলসন তেইচ। করোনাভাইরাস মোকাবিলায় সরকারের পদক্ষেপের সঙ্গে একমত না হতে পেরে স্থানীয় সময় শুক্রবার এমন সিদ্ধান্ত নেন তিনি। দ্য গার্ডিয়ান, আল জাজিরা

[৩] প্রধানমন্ত্রী বোলসানারো সামাজিক দূরত্ব ও লকডাউনের তীব্র বিরোধীতা করে আসছেন। তিনি করোনাকে ‘সাধারণ ফ্লু’ বলছেন। পূর্বে এর বিরুদ্ধচারণ করায় পদচ্যুত হন সাবেক মন্ত্রী মানদেতা।

[৪] গত সপ্তাহে ব্যাপক সংক্রমণের মধ্যেও ব্যায়ামাগার ও বিউটি পার্লারসহ সকল অর্থনৈতিক খুলে দিতে ডিক্রি জারি করেন বোলসানারো। প্রেসিডেন্টের সঙ্গে দ্বিমত পোষণ করেন নেলসন। তিনি বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কোনো আলোচনা করা হয় নি। এটা প্রেসিডেন্টের সিদ্ধান্ত।’ এছাড়া করোনার চিকিৎসায় ব্যাপকভাবে ক্লোরোকুইন ব্যবহারে বোলসানারোর সিদ্ধান্তের বিরোধীতাও করেছেন তিনি।

[৫] তবে সংবাদ সম্মেলনে পদত্যাগের কারণ জানান নি নেলসন। তিনি বলেন, ‘জীবন সিদ্ধান্ত গ্রহণের ওপরই নির্ভর করে আর আজ আমি বিদায় নেয়ার সিদ্ধান্ত নিয়েছি। মহামারীর এই কঠিন সময়ে স্বাস্থ্যমন্ত্রণালয়ের নেতৃত্ব দেয়া সহজ নয়।’

[৬] নেলসনের পদত্যাগের পর তার পূর্বসূরী মানদেতা লিখেছেন, ‘চলুন এখন প্রার্থনা করি।’ তিনি গত এক মাসকে অচল বলে মন্তব্য করে বলেন, ‘এই মাস আর্বজনা ফেলার ঝুঁড়িতেই নিক্ষিপ্ত হয়েছে।’

[৭] স্বাস্থ্যকর্মী ও ডাক্তাররা নেলসনকে স্বাগত জানিয়েছেন। ইয়েল স্কুল অব মেডিসিনের মহামারীবিদ্যার অধ্যাপক আলবার্ট কো বলেন, দুই স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ নেতৃত্বের অদক্ষতা ও দুর্বল প্রশাসনিক ব্যবস্থাপনারই প্রকাশ। এটি মহামারীর বিরুদ্ধে ব্রাজিলের লড়াই করার সক্ষমতাকে চ্যালেঞ্জ করবে।

[৮] ইতোমধ্যেই ব্রাজিলে আক্রান্তের সংখ্যা জার্মানি ও ফ্রান্সকে ছাড়িয়ে গেছে। করোনা শনাক্ত হয়েছেন ২ লাখ ১৮ হাজার। মোট মৃতের সংখ্যা ১৪ হাজার ৮১৭। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৩০৫ জন, প্রাণ হারিয়েছেন ৮২৪ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়