শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ১৬ মে, ২০২০, ০৮:৪১ সকাল
আপডেট : ১৬ মে, ২০২০, ০৮:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার টিকা যে দেশই আবিস্কার করুক সেটা গ্রহণ করবে যুক্তরাষ্ট্র : ট্রাম্প

ইয়াসিন আরাফাত : [২] স্থানীয় সময় শুক্রবার দুপুরে এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, করোনাভাইরাসের টিকা যে দেশই আবিস্কার করুক সেটা যুক্তরাষ্ট্র গ্রহণ করবে। এমনকি সেটা চীন আবিস্কার করলেও। তাদের কোনো ইগোর সমস্যা নেই। সিএনএন, রয়টার্স, গার্ডিয়ান

[৩] তিনি বলেন, চীন যদি করোনাভাইরাসের টিকা আবিস্কার করে তাহলে কী হবে? যুক্তরাষ্ট্র কি তাহলে সেটা গ্রহণ করবে? আমি বলবো ‘হ্যাঁ’। আমরা বিভিন্ন দেশের সঙ্গে টিকা আবিস্কারের ব্যাপারে যৌথভাবে কাজ করছি। আসলে আমাদের কোনো ইগোর সমস্যা নেই। আমাদের কোনো ইগো নেই। যারাই টিকা আবিস্কার করুক, সেটা হবে দারুণ কিছু। আমরা তাদের সঙ্গেই কাজ করবো। তারা আমাদের সঙ্গে কাজ করবে।

[৪] পাশাপাশি ট্রাম্প বলেন, আমরা চলতি বছরের শেষের দিকেই টিকা পেয়ে যাবো। হয়তো তার আগেও পেয়ে যেতে পারি। আশা করছি টিকার ব্যাপারে আমরা শিগগিরই সুখবর পাবো, ভালো ফল পাবো।

[৫] মহামারি করোনাভাইরাসের উৎপত্তি নিয়ে চীনকে দোষী সাব্যস্ত করায় ব্যস্ত ট্রাম্প। তবে অনেকটা অবাক করেই শুক্রবার টিকার বিষয়ে সুর নরম করলেন ক্ষমতাধর দেশটির প্রেসিডেন্ট।

[৬] করোনাভাইরাসে মার্কিন যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে বিশ্বের মধ্যে সর্বোচ্চ ১৪ লাখ ৭৭ হাজার ৩৫৪ জন। মারা গেছে ৮৮ হাজার ১১৫ জন। সেরে উঠেছে ৩ লাখ ১৭ হাজার ৯১৬ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়