শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১৬ মে, ২০২০, ০৬:৫৪ সকাল
আপডেট : ১৬ মে, ২০২০, ০৬:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাস্ক ছাড়া বের হলেই জরিমানা ৫ কোটি টাকা!

ডেস্ক রিপোর্ট : [২] উদ্বেগজনক হারে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে চলায় কঠোর থেকে কঠোরতম হচ্ছে কাতার সরকার। পুরো দেশের কোথাও কোনো ব্যক্তিকে মাস্ক ব্যতীত দেখলে ৫ কোটি টাকা জরিমানা (২ লাখ রিয়েল) বা তিন বছরের কারাদণ্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেখানকার সরকারের মন্ত্রিপরিষদ।

[৩] গতকাল বৃহস্পতিবার করোনার সংক্রমণ নিয়ন্ত্রণ করতে কাতার সরকারের নিয়মিত মন্ত্রিপরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভাপতিত্ব করেন কাতারের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ খালিদ বিন খলিফা বিন আব্দুল আজিজ আল-থানী।

[৪] মাস্ক না পরলে জেল-জরিমানা ছাড়া আরও কয়েকটি বিষয়ে ওই বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করে দেশটির মন্ত্রিপরিষদ।

[৫] বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী রোববার থেকে পুরো কাতারজুড়ে নাগরিক-প্রবাসীদের মাস্ক পরিধান করে চলতে হবে। কোনো গাড়িতে একের অধিক যাত্রী থাকলে সকলকেই মাস্ক পরে থাকতে হবে। একা গাড়ি চালনার সময়ও চালককে মাস্ক পরতে হবে। মাস্ক ব্যতীত কাউকে দেখা গেলে বা নতুন নিয়ম অমান্য করলে ২ লাখ রিয়েল বা ৩ বছরের কারাদণ্ড দেওয়া হবে। ক্ষেত্র বিশেষে উভয়দণ্ড দেওয়া হবে। অনির্দিষ্টকালের জন্য এ সিদ্ধান্ত চালু থাকবে।

[৬] কাতারে এখন পর্যন্ত ১ লাখ ৪৩ হাজার ৯৩৮ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট ২৮ হাজার ২৭২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১৪ জন। এর মধ্যে পাঁচজন বাংলাদেশি রয়েছেন। সুস্থ হয়েছেন ৩ হাজার ৩৫৬ জন। এ তথ্য নিশ্চিত করেছে কাতারের স্বাস্থ্য মন্ত্রণালয়।ইত্তেফাক, আমাদের সময়

  • সর্বশেষ
  • জনপ্রিয়