আরিফ হোসেন: [২] ২৫ এপ্রিল বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস বিআইটিআইডি হাসপাতালে এ করোনা পরীক্ষার ল্যাব চালুর একমাস পর চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে চালু হয় দ্বিতীয় ল্যাব। এর কিছুদিন পর থেকে করোনা পরীক্ষা শুরু করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। নিউজ২৪
[৩] এই তিন ল্যাবে প্রতিদিন গড়ে আড়াইশ থেকে ৩শটি নমুনা পরীক্ষা হয়।
[৪] নগরীর খুলশী এলাকার বেসরকারি চিকিৎসাকেন্দ্র হলি ক্রিসেন্ট হাসপাতালকে অস্থায়ী করোনা হাসপাতাল হিসেবে গড়ে তোলা হয়েছে। হাসপাতালটির জনবল কাঠামো নিয়ে আলোচনা চলছে, বিএমএ, স্বাস্থ্য বিভাগ ও মন্ত্রণালয়ের।
[৫] করোনা আক্রান্তদের চিকিৎসায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১০ শয্যার আইসিইউ ইউনিট চালু হয়েছে। হলি ক্রিসেন্ট হাসপাতালটি চালু হলে করোনা চিকিৎসায় অনেক দূর এগিয়ে যাবে চট্টগ্রাম।