শিরোনাম
◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী 

প্রকাশিত : ১৬ মে, ২০২০, ০৫:৪৯ সকাল
আপডেট : ১৬ মে, ২০২০, ০৫:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামের বাকলিয়ায় ৯০ টি পরিবারে হাইজিন কিট বিতরণ

রাজু চৌধুরী : [২] চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার তুলাতলী এলাকার হাফেজ নগর ও তক্তার পুল এলাকায় ৯০টি পরিবারের মাঝে হাইজিন কিট বিতরণ করা হয়েছে।

[৩] শুক্রবার (১৫ মে) সকালে হাইজিন কিট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। হাইজিন কিট সামগ্রীর মধ্যে ছিল- গোসল করার সাবান ১০ পিস, নাক ও মুখ ঢাকার মাস্ক ৫০ পিস, ব্লিচিং পাউডার ১ কেজি, কাপড় কাচার গুড়া সাবান ১ কেজি, স্যানিটারী প্যাড ৪ প্যাকেট ও প্লাস্টিকের মগ ১টি। হাইজিন কিট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, করোনা একটি ঘাতক মহামারি। এ ভাইরাস থেকে রক্ষা পেতে হলে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সাবান ও পানি দিয়ে ঘনঘন পুরো হাত ধোয়ার পাশাপাশি হ্যান্ড স্যানিটাইজার দিয়ে তালুসহ হাত পরিস্কার রাখতে হবে। হাঁচি বা কাশি দেওয়ার সময় হাতের কনুইয়ের ভাঁজে বা টিস্যু দিয়ে নাক ঢাকতে হবে। ব্যবহৃত টিস্যুটি দ্রুত বন্ধ বিনে ফেলতে হবে। জনগণকে আতঙ্কিত না হয়ে সচেতন হতে হবে। করোনা থেকে বাঁচতে হলে পরিস্কার-পরিচ্ছন্নতার কোন বিকল্প নেই। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এপি চট্টগ্রাম আর্বান (কর্ণফুলী মেট্টো) আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র এপি ম্যানেজার রবার্ট কমল সরকার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র প্রোগ্রাম অফিসার খ্রীষ্টপার কুইয়া, শিশু সুরক্ষা অফিসার অশেষ রেমা ও জুনিয়র প্রোগ্রাম অফিসার শারমীন আক্তার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়