শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ মা হিসেবে পূর্ণ অভিভাবকত্ব পেয়ে দেশের ইতিহাসে নাম লেখালেন অভিনেত্রী বাঁধন ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ১৬ মে, ২০২০, ০১:৫০ রাত
আপডেট : ১৬ মে, ২০২০, ০১:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৯৫০ সপ্তাহ ধরে বিলবোর্ডে ‘দ্য ডার্ক সাইড অব দ্য মুন’

মুসা আহমেদ: [২] যুক্তরাষ্ট্রের শীর্ষ রেকর্ড তালিকা ‘বিলবোর্ড ২০০’এ ফের শীর্ষে ফিরেছে জনপ্রিয় সংগীতশিল্পী কেনি চেসনি। সপ্তাহিকভাবে প্রকাশিত এ তালিকায় এ সপ্তাহে তরুণ জনপ্রিয় শিল্পী খুবই কম। তবে উদীয়মান শিল্পীদের অভাব মানে হচ্ছে পুরাতন জনপ্রিয় শিল্পীদের অ্যালবামগুলি ফের ঠাঁই করে নেবে তালিকায়। এর মূল কারণ নতুন করে ভালো মানের কোন গান মুক্তি না পাওয়া।

[৩] সর্বকালেন সর্বসেরা অ্যালবাম ‘দ্য ডার্ক সাইড অব দ্য মুন’ ফিরে এসেছে এ তালিকার ১৯৩ নম্বর স্থানে। ব্যান্ডদল পিঙ্ক ফ্লয়েডের আয়োজনে এ অ্যালবামটি প্রকাশিত হয় ১৯৭৩ সালে। ব্যাপক জনপ্রিয় হওয়ার কারণে এ অ্যালবাটি নতুন করে জায়গা করে নেয়ায় অবাক হয়নি কেউ।

[৪] ক্ল্যাসিক এ ব্যান্ড রক সংগীতটি ইতিমধ্যে ৯৫০ সপ্তাহ ধরে বিলবোর্ডে অবস্থান করছে। এর আগে কোন অ্যালবামই এত সপ্তাহ ধরে ওই বিলবোর্ডে থাকার রেকর্ড নেই। যুক্তরাজ্যের পিঙ্ক ফ্লয়েডের এ অ্যালবামটি যুক্তরাষ্ট্রের ‘বিলবোর্ড ২০০’ এ ছিলো শত শত সপ্তাহ ধরে। এরপরও পিঙ্ক ফ্লয়েড ব্যান্ড দলটি বেশ কিছু ভালো গানের মাধ্যমে প্লাটিনাম তালিকায় খ্যাতি অর্জন করে।

[৫] দ্য ডার্ক সাইড অব দ্য মুন প্রকাশিত হয় ১৯৭৩ সালে। মুক্তি পাওয়ার পরই ব্যাপক সাড়া পড়ে যায়। আন্তর্জাতিকভাবে জনপ্রিয় হতে বেশি সময় নেয়নি এটি। বিশ্বের বেশ কিছু দেশেই তখন এটি এক নম্বর র‌্যাংকিংয়ে অবস্থান করছিলো এবং ক্ল্যাসিক গানের তালিকায় ছিলো কয়েক দশক ধরে। কেবল যুক্তরাষ্ট্রেই বিক্রি হয়েছে ১৫ মিলিয়ন কপি এবং ১৫ বার পেয়েছে প্লাটিনামের খ্যাতি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়