শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ১৬ মে, ২০২০, ০১:২৭ রাত
আপডেট : ১৬ মে, ২০২০, ০১:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯ সংক্রমণে আক্রান্ত ঢাকা বিভাগের মধ্যে রাজধানীর পরেই নারায়নগঞ্জ সর্বাধিক: স্বাস্থ্য অধিদপ্তর

শাহীন খন্দকার: [২] ঢাকা শহর ও বিভিন্ন জেলা মিলিয়ে ঢাকা বিভাগের মোট শনাক্ত রোগীর হার (১৪ মে ২০২০ এর প্রাপ্ত তথ্য অনুযায়ী) ৭৯.৫৪%, এর মধ্যে ঢাকা সিটিতে ৫৮.১১% এবং ঢাকার বিভিন্ন জেলায় ২১.৪৩%। এ পর্যন্ত মোট শনাক্ত ২০,০৬৫ জন। কোভিড-১৯ সংক্রমণে আক্রান্ত মৃত ব্যক্তিদের মধ্যে ঢাকায় ৭ জন, নারায়ণগঞ্জে ২ জন, কেরানীগঞ্জে ১ জন, চট্টগ্রামে ৩ জন, নেত্রকোনায় ১ জন এবং সিরাজগঞ্জে ১ জন।

[৩] চট্টগ্রাম বিভাগে বেড়ে ৮.৪৭%, ময়মনসিংহে ৩.৫০%, রংপুর ২.৫৩%, খুলনা ১.৯৩%, সিলেট ১.৫৪%, রাজশাহী ১.৩৯% এবং বরিশাল ১.১০%। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৭৯ জন এবং সর্বমোট ৩,৮৮২ জন। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত ডিজি নাসিমা সুলতানা নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে আরো বলেন, জনসচেতনতার কোন বিকল্প নেই। নিজেদের পরিচর্যার পাশাপাশি বাড়ির শিশু, বয়োঃজ্যৈষ্ঠ, গর্ভবতী মা, বিশেষ শিশুর মানসিক স্বাস্থ্যের যত্ন নেয়া দরকার বলে তিনি জানান।

[৪] তিনি বলেন, যাদের অসংক্রামক ব্যধি- উচ্চরক্তচাপ, ডায়াবেটিস, ক্যান্সার, ক্রনিক রেসপিরেটরি ডিজিজ আছে, তারা নিজেদের সুরক্ষিত রাখতে ভিড় এবং জনসমাবেশ এড়িয়ে চলবেন। এই সময়ে মানসিক সুস্থতার প্রতি আরও বেশি মনযোগী হতে আহবান জানান এবং বলেন মানসিকভাবে উজ্জ্বীবিত থাকলে, মনোবল ধরে রাখলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, এবং দ্রুত সুস্থ হতে সাহায্য করে।

[৫] তিনি সকলকে তরল খাবার খাওয়া, টাটকা শাকসবজি ও ভিটামিন সি সমৃদ্ধ ফলমূল- যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে তা গ্রহণের পরামর্শ দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়