শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ১৬ মে, ২০২০, ০১:১৬ রাত
আপডেট : ১৬ মে, ২০২০, ০১:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফটিকছড়িতে ফিল্ম স্টাইলে বহিরাগত সন্ত্রাসী নিয়ে হামলা, আটক ২৪

শাহনেওয়াজ নাজিম, ফটিকছড়ি প্রতিনিধি: [২] জেলায় বহিরাগত লোক ভাড়া করে কয়েকটি পরিবারের ওপর হামলা, স্বর্ণালংকার ও নগদ টাকা লোটের অভিযোগ পাওয়া গেছে।

[৩] বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার সময় উপজেলার ধর্মপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

[৪] জানা গেছে, ধর্মপুর ইউপির ৪নং ওয়ার্ডস্থ সামশু বলির বাড়ীর জৈনক গোলাপর রহমান ও মোঃ কামাল ওরফে বিএনপি কামালের নেতৃত্বে পূর্ব শত্রুতার জের ধরে শুক্রবার রাত আনুমানিক সাড়ে বারোটায় হাটহাজারী ও মানিকছড়ি উপজেলার ৪০-৪৫ জন ভাড়াটে সন্ত্রাসী মোটর সাইকেল ও সিএনজি যোগে দেশীয় অস্ত্র নিয়ে একই বাড়ির কয়েকটি ঘরে হামলা চালায়।

[৫] এসময় মৃত আব্দুল ছালামের পুত্র আবুল ফজল সওদাগরের ঘর হতে হামলাকারীরা নগদ দুই লক্ষ আশি হাজার টাকা ও ১১ ভরি স্বর্ণালংকার লুট করে। এছাড়াও সোহেলের স্ত্রী রনি আকতার ও মৃত মাহাবুল আলমের স্ত্রী রিনা নাসরিন কে মারধর করে এবং পরিধেয় কাপড় টানা হেঁছড়া করে ছিঁড়ে শ্লীলতাহানী ঘটায়।

[৬] উক্ত ঘটনার খবর পেয়ে এলাকার লোকজন, স্থানীয় পুলিশ ফাঁড়ি এবং ফটিকছড়ি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গেলে কিছু ব্যক্তি মোটর সাইকেল ও সিএনজি যোগে পালিয়ে যায়।

[৭] বাকিরা গোলাপর রহমানের বসতঘরে আশ্রয় নেয়। সেখান থেকে পুলিশ ২৪জনকে আটক করে এবং হামলাকারীদের ৫টি সিএনজি গাড়ি ফটিকছড়ি থানায় নিয়ে যান।

[৮] এ ঘটনায় আবুল ফজল সওদাগরের পুত্র রাকিবুল হোসেন বাদী হয়ে ফটিকছড়ি থানায় মামলা দায়ের করেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়