শিরোনাম
◈ আবদুল্লাহ জাহাজে খাবার থাকলেও সংকট বিশুদ্ধ পানির ◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র

প্রকাশিত : ১৫ মে, ২০২০, ১১:৫৭ দুপুর
আপডেট : ১৫ মে, ২০২০, ১১:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘ওবামাগেট’ বলে টুইটারে ওবামাকে দোষারোপ করে ট্রাম্পের টুইট

শাহনাজ বেগম : [২] সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে মার্কিন ইতিহাসের বৃহত্তম রাজনৈতিক অপরাধ ও কেলেঙ্কারী সম্পর্কে সাক্ষ্য দেয়ার জন্য সিনেটের বিচার বিভাগীয় কমিটির চেয়ারম্যান রিপাবলিকান লিন্ডসে গ্রাহামের প্রতি আহ্বান জানিয়ে বৃহস্পতিবার টুইট করেছেন ট্রাম্প।

[৩] ওয়াশিংটনের নিয়ম অনুযায়ী বর্তমান বা সাবেক প্রেসিডেন্ট কোনও নির্দিষ্ট সময়ে প্রকাশ্যে সংঘর্ষ করেন না। তবে ট্রাম্প ঐক্যবদ্ধ তত্তে¡র বিষয়ে সিনেটে সাক্ষ্য দেয়ার জন্য হোয়াইট হাউসে বারাক ওবামাকে ডেকেছেন।

[৪] ট্রাম্প তার ষড়যন্ত্র তত্ত¡কে "ওবামাগেট" হিসাবে অভিহিত করে বলেছেন তিনি সবই জানতেন। শুধুমাত্র লিন্ডসে গ্রাহামকে বলেন এখুনি সাক্ষ নিন, আর ভালমানুষ সাজা যাবে না. আর কথা নেই!

[৫] এরপর গ্রহাম জানান, তিনি সাক্ষী দেয়ার জন্য ওবামাকে ডাকবেন না। প্রেসিডেন্ট ট্রাম্পের হতাশা নিয়ে বুঝতে পেরেছি, তবে আপনি যা চান সে সম্পর্কে সতর্ক থাকুন। বিজনেস ইনসাইডার

[৬] ট্রাম্পের এই মন্তব্যটি এমন সময় প্রকাশিত হয়েছে, যার কিছু দিন আগে ওবামা প্রশাসনের কর্মকর্তাদের একটি তালিকা প্রকাশিত হয়েছে যেখানে ট্রাম্পের জাতীয় সুরক্ষা উপদেষ্টা ফ্লিনের ২০১৬ সালে রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে কল সম্পর্কিত গোয়েন্দা প্রতিবেদনে মুখোশ উন্মোচন করেছে।

[৭] সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন, সাবেক ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন ডিরেক্টর জেমস কমে এবং গোয়েন্দা প্রধান জন ব্রেনান এবং জেমস ক্ল্যাপারের নাম ওই দলিলে প্রকাশ পায় যারা ট্রাম্পের প্রশাসনকে ক্ষতিগ্রস্ত করার পরিকল্পনার অংশ বলে অভিযোগ রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়