শিরোনাম
◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

প্রকাশিত : ১৫ মে, ২০২০, ১১:৫৩ দুপুর
আপডেট : ১৫ মে, ২০২০, ১১:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্বাস্থ্যবিধি না মানায় বেগমগঞ্জে ২৬ প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা

অহিদ মুকুল নোয়াখালী : [২] নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী বাজারে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসা পরিচালনা করায় ২৬ প্রতিষ্ঠানকে দুই লাখ ৫৭ হাজার টাকা জরিমানা করেছে পৃথক ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকাল থেকে দিনব্যাপী ছয় ভাগে ভ্রাম্যমাণ আদালত এসব অভিযান পরিচালনা করে।

[৩] ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট অনামিকা নজরুল, মো. রোকনুজ্জামান খান, এম সাইফুল্লাহ মো. রুহুল আমিন, ইমামুল হাফিজ নাদিম ও আসাদুজ্জামান রনি। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচানায় সহযোগিতা করেন বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুল কাদের সজীব, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া, র‌্যাব ১১ লক্ষ্মীপুরের কোম্পানি কমান্ডার আবু সালেহ প্রমুখ।

[৪] ডিসি কার্যালয় সূত্রে জানা যায়, প্রতিনিয়ত জেলায় করোনা সংক্রমণ বাড়ছে। এরমধ্যে বেশি সংক্রমিত হচ্ছে বেগমগঞ্জের চৌমুহনী। দিন দিন সংক্রমণের সংখ্যা বাড়লেও চৌমুহনীর দোকানিরা মুখে মাস্ক, হাতে গ্লাভস ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করছেন না এবং সামাজিক দূরত্ব অনুসরণ ছাড়াই ব্যবসায় পরিচালনা করছেন। এর কারণে জেলা প্রশাসনের নির্দেশে চৌমুহনীতে ছয়টি গ্রুপে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ অনুযায়ী মোট ২৬টি মামলায় বিভিন্ন ব্যবসায়ীদের দুই লাখ ৫৭ হাজার টাকা জরিমানা করে।

[৫] নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রোকনুজ্জামান খান বলেন, স্বাস্থ্যবিধি প্রতিপালনে জনস্বার্থে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়