শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ১৫ মে, ২০২০, ১১:৪১ দুপুর
আপডেট : ১৫ মে, ২০২০, ১১:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]করোনার কারণে বিশ্ব অর্থনীতির ক্ষতি হতে পারে প্রায় ৯ লাখ কোটি ডলার, দক্ষিণ এশিয়ার জিডিপি কমবে ৬ শতাংশ: এডিবি

লিহান লিমা: [২] শুক্রবার এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বলেছে, করোনা ভাইরাস জনিত লকডাউনের কারণে বিশ্ব অর্থনীতির ৫ লাখ ৮০ হাজার কোটি থেকে ৮ লাখ ৮০ হাজার কোটি ডলার ক্ষতি হতে পারে। গত মাসে তারা যে পূর্বাভাস দিয়েছল এটি তার দ্বিগুণের বেশি। এবং এই ক্ষতির পরিমাণ মোট বৈশ্বিক উৎপাদনের ৬ দশমিক ৪ শতাংশ থেকে ৯ দশমিক ৭ শতাংশ। বিবিসি, রয়টার্স, দ্য গার্ডিয়ান

[৩]এডিবির মতে, দক্ষিণ এশিয়ার মোট দেশজ উৎপাদনে (জিডিপি) করোনাজনিত ক্ষতির পরিমাণ দাঁড়াবে ১৪ হাজার ২০০ কোটি থেকে ২১ হাজার ৮০০ কোটি ডলারের মতো। বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তানে লকডাউনের কারণে সার্বিকভাবে এবার দক্ষিণ এশিয়ার জিডিপি ৩ দশমিক ৯ শতাংশ থেকে ৬ শতাংশ কমবে।

[৪]নতুন পূর্বাভাসে ক্ষতির পরিমাণ বাড়তি দেখানোর হিসেবে এডিবি বলছে, ভাইরাস নিয়ন্ত্রণে দেশগুলো বিধি-নিষেধ আরোপ করেছে। শেয়ারবাজারে ধ্বস নেমেয়ে। দিনমজুররা কাজ হারিয়েছে। স্থবির হয়ে পড়েছে অর্থনীতির চাকা। বিশ্বের অধিকাংশ প্রতিষ্ঠানগুলোই এই মহামারীর প্রভাবে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এডিবির গত মাসের পূর্বাভাসে করোনাভাইরাসের কারণে বৈশ্বিক অর্থনীতির ক্ষতি ৪.১ ট্রিলিয়ন ডলার হতে পারে বলে জানানো হয়েছিল।

[৫]এডিবি অনুমান করছে, বিশ্বের বিভিন্ন অঞ্চলে যাতায়াত ও ব্যবসা-বাণিজ্যের উপর বিধিনিষেধ ছয় মাস পর্যন্ত বহাল থাকলে অর্থনৈতিক ক্ষতির পরিমাণ ৮.৮ ট্রিলিয়ন ডলারে দাঁড়াতে পারে। আর বিধিনিষেধ তিন মাস থাকলে ক্ষতির পরিমাণ দাঁড়াবে সর্বোচ্চ ৫.৮ ট্রিলিয়ন ডলারে।

[৬]এডিবির প্রধান অর্থনীতিবিদ ইয়াসুয়াকি সাওয়াদা বলেন, নতুন পূর্বাভাসে ভাইরাসের প্রভাবের ভয়াবহ চিত্র উঠে এসেছে। এই ক্ষতি কাটাতে নীতি-নির্ধারণি সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

[৭]এডিবির এ নতুন পূর্বাভাস এমন সময়ে এলো যখন বিশ্বের বেশিরভাগ দেশ করোনা সংক্রমণের ঝুঁকি একপাশে সরিয়ে রেখে অর্থনীতির চাকা সচলে একের পর এক বিধিনিষেধ শিথিল করছে। মহামারীর ক্ষতিকর প্রভাব থেকে অর্থনীতিকে বাঁচাতে বিশ্বজুড়েই বিভিন্ন দেশের কর্তৃপক্ষ নানান আগ্রাসী পদক্ষেপ নিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদের হার কমিয়েছে; বড় বড় সব প্রণোদনা তহবিল ঘোষণা করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়