শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ১৫ মে, ২০২০, ১১:৩২ দুপুর
আপডেট : ১৫ মে, ২০২০, ১১:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় বিশ্ব অর্থনীতির ক্ষতি হতে পারে ৫.৮ থেকে ৮.৮ ট্রিলিয়ন মার্কিন ডলার

সিরাজুল ইসলাম: [২] এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) শুক্রবার ‘পটেনশিয়াল ইকোনমিক ইমপ্যাক্ট অব কোভিড–-১৯’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এই ক্ষতি বৈশ্বিক জিডিপির (মোট দেশজ উৎপাদন) ৬ দশমিক ৪ শতাংশ থেকে ৯ দশমিক ৭ শতাংশ। এপ্রিলে ‘বিশ্ব অর্থনৈতিক পূর্বাভাস’ প্রতিবেদনে সংস্থাটি এর অর্ধেক ক্ষতির আশঙ্কা করেছিলো।

[৩] এডিবির মতে, দক্ষিণ এশিয়ার জিডিপিতে ক্ষতি হবে ১৪ হাজার ২০০ কোটি থেকে ২১ হাজার ৮০০ কোটি ডলারের মতো। বাংলাদেশ, ভারত, পাকিস্তান প্রভৃতি দেশে করোনা মোকাবিলায় কঠোর বিধিনিষেধের কারণে সার্বিকভাবে এবার দক্ষিণ এশিয়ার জিডিপি ৩ দশমিক ৯ শতাংশ থেকে ৬ শতাংশ কমবে।

[৪] করোনার উৎপত্তিস্থল চীনের অর্থনৈতিক ক্ষতি হবে ১ দশমিক ১ ট্রিলিয়ন থেকে ১ দশমিক ৬ ট্রিলিয়ন বা ১ লাখ ১০ হাজার কোটি থেকে ১ লাখ ৬০ হাজার কোটি ডলার। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ক্ষতি হবে ১ দশমিক ৭ ট্রিলিয়ন থেকে ২ দশমিক ৫ ট্রিলিয়ন মার্কিন ডলার।

[৫] এডিবির প্রধান অর্থনীতিবিদ ইয়াসুয়াকি সাওয়াদা বলেন, করোনার ক্ষতি কাটিয়ে উঠতে নীতিমহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সূত্র: বিবিসি ও বিজনেস লাইন

  • সর্বশেষ
  • জনপ্রিয়