শিরোনাম
◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ১৫ মে, ২০২০, ০৯:১১ সকাল
আপডেট : ১৫ মে, ২০২০, ০৯:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শিশুদের সামাজিক দূরত্ব শেখাচ্ছে বিশ্বের প্রথম করোনা ভাইরাস কম্পিউটার গেমস

লিহান লিমা: [২] হার্টফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয়ের মনেবিজ্ঞানের অধ্যাপক রিচার্ট ওয়াইজম্যান ‘ক্যান ইউ সেভ দ্য ওয়ার্ল্ড’ নামে বিশ্বের প্রথম এই করোনা ভাইরাস কম্পিউটার ভিডিও গেম তৈরি করেন। মহামারীর সময় কিভাবে সামাজিক দূরত্ব রক্ষা করে হবে এই গেমে তাই দেখানো হয়েছে। রয়টার্স, এনডিটিভি

[৩] রিচার্ড বলেন, গবেষণায় প্রমাণিত হয়েছে, ভিডিও গেম মানুষের ইতিবাচক সামাজিক আচরণ করতে উৎসাহিত করে। একইভাবে এটা তাদের বাস্তব জীবনে সেসব আচরণ অনুশীলনে সহায়তা করে। বিশেষ করে শিশুরা বাস্তব জীবনে ভিডিও গেমের বিষয়গুলো প্রয়োগ করতে পছন্দ করে।’

[৪] গেমটি বানানের বিষয়ে রিচার্ড জানান, লকডাউন চলাকালে তিনি ব্রিটেনের রাস্তায় একবার হাঁটতে বের হয়েছিলেন। তখন এক পথচারী ও সাইকেল আরোহীর ধাক্কা খাওয়ার একটি বিষয় তার কাছে কম্পিউটার গেমের মতো মনে হয়েছিলো। আর তখনই ওই গেমের আইডিয়া তার মাথায় আসে।’

[৫] গেমটিতে ব্যস্ত রাস্তায় কীভাবে পথচারী, সাইকেল আরোহী এবং মানুষের হাঁচি-কাশি এড়িয়ে চলা যায় সেটা দেখানো হয়েছে। গেমটির প্রধান লক্ষ্য যতটা সম্ভব মানুষের জীবন বাঁচানো। গেমটিতে নিজেকে রক্ষার পাশাপাশি যত বেশি মানুষকে বাঁচানো যাবে গেমের স্কোর তত বাড়তে থাকবে।

[৬] ইতোমধ্যেই রিচার্ডের তৈরি এই গেম ভাইরাল হয়েছে। ব্রিটেন ইনার ম্যাজিক সার্কেলের সদস্য রিচার্ড জানান, শুক্রবার থেকে এই গেম অ্যাপ স্টোরে দেয়ার পর থেকে এ পর্যন্ত ১৫ হাজার মানুষ এটি খেলেছে। শিশুদের পাশাপাশি বড়রাও এই গেম খেলে এর স্কোর টুইটারে শেয়ার করতে পারেন।

[৭] গেমের সর্বোচ্চ স্কোর পৃথিবীর ৭০০ কোটি মানুষের জীবন বাঁচানো। টপ স্কোর ২০০ কোটি। তবে মজার বিষয় হলো রিচার্ডের নিজের স্কোর মাত্র ১ হাজার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়