শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১৫ মে, ২০২০, ০৪:২১ সকাল
আপডেট : ১৫ মে, ২০২০, ০৪:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]’প্লাজমা থেরাপি নিতে পারবেন কেবল মারাত্মক কোভিড-১৯ রোগীরা’

মাহমুদুল আলম : [২] ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. কাশফিয়া ইসলাম এ কথা বলেন।একাত্তর টিভিতে অনুষ্ঠিত একাত্তর জার্নালে বৃহস্পতিবার রাতে অনলাইনে সরাসরি সংযুক্ত হয়ে এই নিয়ে কথা বলেন তিনি।

[৩] করোনাভাইরাসে সংক্রমিত হওয়া কোভিড-১৯ রোগীদের চিকিৎসায় ১৬ মে শনিবার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শুরু হতে যাচ্ছে এই পদ্ধতির চিকিৎসা। ডা. কাশফিয়া জানান, এদিন ২/৩ জন রক্তদাতার শরীর থেকে প্লাজমা বা সাদা রক্তরস সংগ্রহ করে বিভিন্ন প্রক্রিয়া অনুসরণের পর তা কোভিড-১৯ রোগীর শরীরে প্রবেশ করানো হবে।

[৪] তিনি বলেন, একজন কোভিড-১৯ রোগী সুস্থ হওয়ার ১৪ দিন পর আরেকজন কোভিড-১৯ রোগীকে প্লাজমা দিতে পারবেন। সেক্ষেত্রে প্লাজমা দাতা ও গ্রহীতার রক্তের গ্রুপ একই হতে হবে। তবে কেবল রক্তের গ্রুপ মিলে গেলেই হবে না, প্লাজমা দাতার রক্তের নিয়মিত আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করার পর ডাক্তাররা সিদ্ধান্ত নেবেন, যে এটি রোগীকে দেয়া যাবে কিনা।

[৫] ডাক্তার কাশফিয়া বলেন, সব কোভিড-১৯ রোগীকে প্লাজমা থেরাপি দেয়া যাবে তা নয়। কেবল মারাত্মক রোগীকেই প্লাজমা থেরাপি দেয়ার ব্যাপারে ভাবা যাবে। পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, কোভিড-১৯ রোগীদের ৮০ শতাংশই বাসায় থেকে সুস্থ হয়ে যান। বাকিদের মধ্যে পাঁচ শতাংশ মারাত্মক সংকটপন্ন থাকেন। এই পাঁচ শতাংশের মধ্যে কাকে কাকে প্লাজমা থেরাপি দেয়া যাবে সেই সিদ্ধান্ত নেবেন সংশ্লিষ্ট ডাক্তাররা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়