শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার ◈ গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন

প্রকাশিত : ১৫ মে, ২০২০, ০৪:২১ সকাল
আপডেট : ১৫ মে, ২০২০, ০৪:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]’প্লাজমা থেরাপি নিতে পারবেন কেবল মারাত্মক কোভিড-১৯ রোগীরা’

মাহমুদুল আলম : [২] ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. কাশফিয়া ইসলাম এ কথা বলেন।একাত্তর টিভিতে অনুষ্ঠিত একাত্তর জার্নালে বৃহস্পতিবার রাতে অনলাইনে সরাসরি সংযুক্ত হয়ে এই নিয়ে কথা বলেন তিনি।

[৩] করোনাভাইরাসে সংক্রমিত হওয়া কোভিড-১৯ রোগীদের চিকিৎসায় ১৬ মে শনিবার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শুরু হতে যাচ্ছে এই পদ্ধতির চিকিৎসা। ডা. কাশফিয়া জানান, এদিন ২/৩ জন রক্তদাতার শরীর থেকে প্লাজমা বা সাদা রক্তরস সংগ্রহ করে বিভিন্ন প্রক্রিয়া অনুসরণের পর তা কোভিড-১৯ রোগীর শরীরে প্রবেশ করানো হবে।

[৪] তিনি বলেন, একজন কোভিড-১৯ রোগী সুস্থ হওয়ার ১৪ দিন পর আরেকজন কোভিড-১৯ রোগীকে প্লাজমা দিতে পারবেন। সেক্ষেত্রে প্লাজমা দাতা ও গ্রহীতার রক্তের গ্রুপ একই হতে হবে। তবে কেবল রক্তের গ্রুপ মিলে গেলেই হবে না, প্লাজমা দাতার রক্তের নিয়মিত আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করার পর ডাক্তাররা সিদ্ধান্ত নেবেন, যে এটি রোগীকে দেয়া যাবে কিনা।

[৫] ডাক্তার কাশফিয়া বলেন, সব কোভিড-১৯ রোগীকে প্লাজমা থেরাপি দেয়া যাবে তা নয়। কেবল মারাত্মক রোগীকেই প্লাজমা থেরাপি দেয়ার ব্যাপারে ভাবা যাবে। পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, কোভিড-১৯ রোগীদের ৮০ শতাংশই বাসায় থেকে সুস্থ হয়ে যান। বাকিদের মধ্যে পাঁচ শতাংশ মারাত্মক সংকটপন্ন থাকেন। এই পাঁচ শতাংশের মধ্যে কাকে কাকে প্লাজমা থেরাপি দেয়া যাবে সেই সিদ্ধান্ত নেবেন সংশ্লিষ্ট ডাক্তাররা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়