শিরোনাম
◈ আড়াই বছর পর বেনাপোল বন্দরে পেঁয়াজ আমদানি শুরু ◈ শেরপুরে দুই মানবপাচারকারীসহ ৭ বাংলাদেশি আটক ◈ রমজানের একসপ্তাহ আগে নির্বাচন অনুষ্ঠিত হবে, কোনো শঙ্কা নেই : সালাউদ্দিন ◈ জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনীতিতে বিতর্ক ◈ তিনমাসের জন্য ফজলুর রহমানের পদ স্থগিত করলো বিএনপি ◈ বাংলাদেশ সরকার ও জনগণ মানবিক বিবেচনায় রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছে: উপ-প্রেস সচিব ◈ মার্কিন সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে পদোন্নতি পাওয়া কে এই শরিফুল, বাংলাদেশে তাঁকে নিয়ে মাতামাতি কেন ◈ ক্রিকেটার সাব্বিরকে পাঁচ বছরের নিষেধাজ্ঞার সুপারিশ ◈ আর্জেন্টাইন কোচ এখন বসুন্ধরা কিংসে ◈ রাজনৈতিক প্রভাব কমাতে বাংলাদেশ ব্যাংকে বড় পরিবর্তনের খসড়া

প্রকাশিত : ১৫ মে, ২০২০, ০৬:৩৪ সকাল
আপডেট : ১৫ মে, ২০২০, ০৬:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাউথওয়াশ দিয়ে গার্গল করলে করোনাভাইরাস মরে যাবে, এই ধারণা থেকে গবেষণা শুরু করেছেন বিজ্ঞানীরা

ইয়াসিন আরাফাত : [২] গবেষকরা বলছেন, করোনাজাতীয় অন্যান্য ভাইরাসের ক্ষেত্রে দেখা গেছে,  ৩০ সেকেন্ডের গার্গলেই চমৎকার ফল পাওয়া গেছে। তবে করোনার ক্ষেত্রে কতোটা কার্যকর হবে, তা যাচাইয়ে মাউথওয়াশে বিদ্যমান উপাদানগুলো আরোও পর্যালোচনা করা প্রয়োজন। ডেইলি মেইল, এক্সপ্রেস ইউকে, দ্যা সান

[৩] গবেষকরা জানিয়েছেন, বিভিন্ন গবেষণায় দেখা গেছে মাউথওয়াশে সাধারণত কম পরিমাণে ইথানল, পোভিডোন-আয়োডিন এবং সিটেলপেরিডিনিয়াম এর মত উপাদান থাকে। এসব উপাদান সার্স-কোভ-২ ভাইরাসের লিপিড মেমব্রেনের কার্যকারিতা ব্যাহত করতে পারে।

[৪] কোভিড-১৯ রোগে প্রাথমিক পর্যায়ে সংক্রমণ হ্রাস করায় মাউথওয়াশ কতটুকু ভুমিকা রাখতে পারবে তা নির্ধারণ করতে বিজ্ঞানী দলটি মাউথওয়াশের বৈজ্ঞানিক গবেষণাগুলো পর্যালোচনা করেছেন।

[৫] ফাংশন জার্নালে প্রকাশিত এক রিভিউয়ে গবেষকরা লিখেছেন, আমাদের গবেষণায় হাইলাইট করা হয়েছে যে, নতুন করোনাভাইরাস সহ এ ধরনের অন্যান্য ভাইরাস নিয়ে ইতিমধ্যে প্রকাশিত গবেষণা সরাসরি এই ধারণাকে সমর্থন করে যে, গলার সংক্রমণ হ্রাস করার একটি সম্ভাব্য উপায় উদ্ভাবনে আরো গবেষণার প্রয়োজন। আমরা জানি না বিদ্যমান মাউথওয়াশগুলো সার্স-কোভ-২ এর লিপিড মেমব্রেনের বিরুদ্ধে সক্রিয় কিনা। তবে আমরা আশাবাদী। নতুন ভাইরাসটির বিরুদ্ধে মাউথওয়াশ ব্যবহারের সম্ভাবনা নির্ধারণের জন্য জরুরি ভিত্তিতে গবেষণা করা দরকার।

[৬] মাউথওয়াশের রিভিউমূলক এই গবেষণাটি কার্ডিফ ইউনিভার্সিটির স্কুল অব মেডিসিন, নটিংহাম ইউনিভার্সিটি, কেমব্রিজের বাব্রাহাম ইনস্টিটিউটের গবেষকদের যৌথ উদ্যোগে পরিচালিত হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়