শিরোনাম
◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ

প্রকাশিত : ১৫ মে, ২০২০, ০৩:৩৬ রাত
আপডেট : ১৫ মে, ২০২০, ০৩:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গত ২৪ ঘন্টায় গোপালগঞ্জে ৩ জন চিকিৎসক ও একই পরিবারের ৪ জনের করোনা শনাক্ত

আসাদুজ্জামান বাবুল. গোপালগঞ্জ: [২]  বৃহস্পতিবার বিকাল ৫ টায় এ তথ্য নিশ্চিত করেছেন গোপালগঞ্জের সিভিল সাজন নিয়াজ মোহম্মদ। আক্রান্ত ব্যক্তিরা সকলে ঢাকা- নারায়নগঞ্জ সহ বিভিন্ন জায়গা থেকে গোপালগঞ্জে আসছেন।

[৩] জেলায নতুন করে আরো ১২ জন আক্রান্ত হয়েছে। এরআগে গতকাল বুধবার তরুন দুই চিকিৎসক নতুন কর্মস্থল গোপালগঞ্জ সদর হাসপাতালে যোগদানের পরদিন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

[৪] এই প্রথম একদিনে করোনায় ১২ জন মানুষ আক্রান্ত হলেন। এ নিয়ে সরকারী হিসেবে আক্রান্তের সংখ্যা দাড়ালো ৭৫ জন। তবে  গনমাধ্যম সহ বিভিন্ন সংগঠনের হিসেবে আক্রান্তের সংখ্যা ৮০ জন।

[৫] লাফিয়ে লাফিয়ে করোনা ভাইরাসে আক্রান্তের পরিমান বাড়ার জন্য স্থানীয় ব্যবসায়ীদের দায়ী করে ঘরমুখো সাধারন মানুষ বলছেন. লকডাউন উপেক্ষা করে সামাজিক দুরত্ব বজায় না রেখে ব্যবসায়ীরা নিজ নিজ দোকানপাট খুলে নারী‌দের ভেত‌রে আট‌কি‌য়ে রে‌খে পণ্য বিক্রি করেই করোনা ভাইরাস রোগ ব্যপকভাবে ছড়িয়ে দিচ্ছেন।

[৬] তারা আরো বলেন, এক শ্রেনীর লোভী ব্যবসায়ীরা ভোর থেকে প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে প্রকাশ্য দিবালোকে লাখ লাখ টাকার মালামাল বিক্রি করছেন।

[৭] শহরের আলীয়া মাদ্রাসার সামনে, বেদে পট্রি, কাসা পট্রি, বড় বাজার, কাপড় পট্রি, চৌরঙ্গী রোড়, থিয়েটার রোড়. সাহাপাড়া রোড় সহ বিভিন্ন সড়কের উপরে এবং দোকান ঘর খুলে প্রকাশ্য দিবা লোকে শাড়ী- কাপড়- জুতা - স্যান্ডেল- থালা- বাটি-  বালতি সেলাই মেশিনসহ নানা প্রকার পন্য বিক্রী করছেন ব্যবসায়ীরা।

[৮] লকডাউন উপেক্ষা করে শারীরিক দুরুত্ব বজায় না রেখে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে লক্ষ লক্ষ টাকার মালামাল বিক্রী করছেন।  বিশেষ করে বেদে পট্রি-কাপড় পট্রি ও আলীয়া মাদ্রাসার সামনের চিত্র চোখে পড়ারমত। নারী পুরুষের উপচে পড়া ভীড়ে মালামাল দিতেও হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা।  সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়