শিরোনাম
◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলার নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও) ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েলের ফসফরাস বোমা হামলা

প্রকাশিত : ১৫ মে, ২০২০, ০১:৫৯ রাত
আপডেট : ১৫ মে, ২০২০, ০১:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অধ্যাপক ড. আনিসুজ্জামানের মৃত্যুতে এডিটরস গিল্ডের শোক

[২] জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে এডিটর্স গিল্ড। তার মৃত্যু জাতির জন্য অপূরণীয় ক্ষতি। বিশিষ্ট এই শিক্ষাবিদের মৃত্যুতে তার পরিবারের সদস্যদের প্রতিও সমবেদনা জ্ঞাপন করছে এডিটর্স গিল্ড।

[৩] অধ্যাপক ড. আনিসুজ্জামান বৃহস্পতিবার (১৪ মে) বিকাল ৪. ৫৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

[৪] দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারসহ ভারতের তৃতীয় বৃহত্তম বেসামরিক পুরস্কার পদ্মভূষণ জয়ী এই শিক্ষাবিদ দীর্ঘদিন যাবত দেশের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করে আসছিলেন। যার ফলশ্রুতিতে ২০১৮ সালে তাকে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দেয় বাংলাদেশ সরকার।

[৫] তিনি ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রেখেছেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেন। ১৯৭২ সালে তিনি কুদরাত-এ-খুদা জাতীয় শিক্ষা কমিশনের সক্রিয় সদস্য ছিলেন। বাংলা সাহিত্যের ইতিহাস নিয়ে তার গবেষণা বিশেষভাবে উল্লেখযোগ্য।

শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে অনন্য অবদান রাখা এই মহীরুহের প্রস্থান পূরণ হওয়ার নয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও শিক্ষাখাতে তার অবিস্মরণীয় ভূমিকা জাতি চিরকাল মনে রাখবে। এডিটরস গিল্ড তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে।

 

মোজাম্মেল বাবু সভাপতি, এডিটরস গিল্ড, বাংলাদেশ

  • সর্বশেষ
  • জনপ্রিয়