শিরোনাম
◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫

প্রকাশিত : ১৪ মে, ২০২০, ১১:১৯ দুপুর
আপডেট : ১৪ মে, ২০২০, ১১:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্রেডিট কার্ডে সুদ আরোপ অব্যাহত, বার্ষিক মাশুলও গুনতে হবে

সিরাজুল ইসলাম: [২] তবে নিয়মিত সুদের ওপর চক্রবৃদ্ধি সুদ, বিলম্বে পরিশোধে জরিমানা ও অতিরিক্ত মাশুল আদায় বন্ধ করেছে বাংলাদেশ ব্যাংক। ১৫ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত অতিরিক্ত সুদ ও জরিমানা আদায় বন্ধ হয়েছে।

[৩] ব্যাংক ভেদে ক্রেডিট কার্ডের সুদ ১২ থেকে ২৭ শতাংশ এবং বার্ষিক মাশুল তিন হাজার টাকা পর্যন্ত।

[৪] করোনার কারণে ব্যাংকের ক্রেডিট কার্ডের চক্রবৃদ্ধি সুদ আরোপ ও আদায় স্থগিত, জরিমানা ও বিলম্বে বিল পরিশোধে মাশুল আদায় বন্ধের নির্দেশের পর অনেক গ্রাহক বিভিন্ন মাধ্যমে জানাচ্ছেন, সুদ আদায় বন্ধ হয়নি। আবার অনেকে বিলম্বে বিল পরিশোধে মাশুল আদায়ের কথাও বলছেন।

[৫] কর্মকর্তারা জানান, বিলম্ব সুদ আদায় করা হচ্ছে ১৫ মার্চের আগের। এরপর শুধু নিয়মিত সুদ আরোপ ও আদায় করা হচ্ছে।

[৬] বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম বলেন, বাংলাদেশ ব্যাংক সুদ মাফ করার কোন নির্দেশনা দেয়নি। চক্রবৃদ্ধি সুদ ও জরিমানা আদায় না করার নির্দেশনা দেয়া হয়েছে। কোন ব্যাংক চক্রবৃদ্ধি সুদ ও জরিমানা আদায় বন্ধ না করলে কেন্দ্রীয় ব্যাংকে অভিযোগ জানানো যাবে। অভিযোগ সঠিক হলে গ্রাহক টাকা ফেরত পাবেন।

[৭] আগস্ট পর্যন্ত ক্রেডিট কার্ড ব্যবহারকারীর সংখ্যা ১২ লাখ ৩ হাজার ৪২৭ জন। জুনে লেনদেন হয়েছে ১ হাজার ১৩১ কোটি টাকা। ৪০টির মতো ব্যাংক ক্রেডিট কার্ড সেবা দিচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়