শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৪ মে, ২০২০, ১১:০২ দুপুর
আপডেট : ১৪ মে, ২০২০, ১১:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে অস্ত্র কারখানায় র‌্যাবের অভিযানে অস্ত্রসহ দুইজন কারিগর আটক

রাজু চৌধুরী : [২] চট্টগ্রামের পটিয়া-রাঙ্গুনিয়ার সীমান্তবর্তী দূর্গম পাহাড়ি এলাকায় অস্ত্র তৈরির কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধারসহ দুইজন কারিগরকে আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

[৩] বৃহস্পতিবার ১৪ মে র‌্যাব-৭ জানায় , গোপন সংবাদের ভিত্তিতে, চট্টগ্রামের পটিয়া-রাঙ্গুনিয়ার সীমান্তবর্তী দূর্গম বাইল্যার বাপের ডেবা নামক পাহাড়ের উপর পলিথিন ও বাঁশ দিয়ে নির্মিত দোচালার নিচে অস্ত্র তৈরীর কারখানায় সকাল ০৬:৩০ ঘটিকায় একটি চৌকষ আভিযানিক দল অভিযান পরিচালনা করলে এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে অস্ত্র তৈরীর প্রধান কারিগর আসামী ১। মোঃ রোকন (৩৮), পিতা- মৃত আবুল কাশেম, গ্রাম- পশ্চিম খুরুশীয়া, থানা- রাঙ্গুনিয়া, জেলা- চট্টগ্রাম এবং সহযোগী কারিগর ২। মোঃ আবদুল (৩২), পিতা- জয়লাল, গ্রাম- পশ্চিম খুরশীয়া, থানা- রাঙ্গুনিয়া, জেলা- চট্টগ্রাম’দেরকে আটক করে। র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার,

[৪] সহকারী পরিচালক (মিডিয়া) মাহ্মুদুল হাসান মামুন জানান, পরবর্তীতে আটককৃত আসামীদের নিয়ন্ত্রনাধীন পলিথিন ও বাঁশ দিয়ে নির্মিত দোচালার নিচে অনুসন্ধান চালিয়ে ৪ টি দেশীয় তৈরি ওয়ানশুটারগান, ০৩ রাউন্ড তাজা কার্তুজ, ১০ রাউন্ড খালি খোসা এবং অস্ত্র তৈরির বিপুল সরঞ্জামাদি জব্দ করা হয়।

[৫] আরো জানানো হয় যে, আসামিদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন ধরে দূর্গম পাহাড়ে অস্ত্র তৈরির কারখানায় অস্ত্র তৈরি করে পটিয়া, রাউজান, রাঙ্গুনিয়া, ফটিকছড়িসহ পার্শ্ববতী বিভিন্ন এলাকার সন্ত্রাসীদের কাছে বিক্রয় করে আসছে। গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়