শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১৪ মে, ২০২০, ০৯:১১ সকাল
আপডেট : ১৪ মে, ২০২০, ০৯:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উন্নত দেশের সাথে তুলনা করলে আমাদের স্বাস্থ্যসেবা যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছে: প্রধানমন্ত্রী

আবুল বাশার নূরু: [২] করোনা থেকে মুক্তি পেতে দেশবাসীকে দোয়া করার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেছেন, আপনারা সবাই দোয়া করেন, আমরা যেন এ অবস্থা থেকে দ্রুত বেরিয়ে আসতে পারি। শিথিলতার কারণে সংক্রমণ কিছুটা বেড়েছে, তবে নিয়ন্ত্রণে আনতে পারব।

[৩] তিনি বলেন, আমরা করোনাকে অনেকটাই নিয়ন্ত্রণ করতে পেরেছি। তবুও দেশের জনগণকে বলব, আর একটু নিজেরা সুরক্ষিত থাকেন।

[৪] তিনি বলেন, এটা বলব না, সারাক্ষণ মাস্ক পরে থাকেন। কেননা আপনাদের কিন্তু অক্সিজেন নিতে হবে, নিঃশ্বাস নিতে হবে। কারো সঙ্গে কথা বলার সময় বা যখন জনসমাগমে যাবেন বা বাজারঘাটে যাবেন, তখন মাস্ক পরবেন। যখন এমনি থাকেন, তখন কিন্তু এটা পরবেন না। এটা কিন্তু অনেক সময় ভালোর চেয়ে ক্ষতিও করে।

[৫] তিনি বলেন, সবাইকে বলব, হ্যাঁ শুধু সংক্রমিত যেন না হয়। যাতে কারো সাথে কথা বলতে গেলে, হাঁচি, কাশি বা শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে একজন থেকে আরেকজনে সংক্রমিত না হয়, সেটা দেখতে হবে। এমনি সময়ে যখন অফিসে কাজ কর্ম করছেন, যখন নিজে কাজ কর্ম করছেন, তখন মাস্ক পরে থাকতে হবে, সেটা কিন্তু না। এমন মাস্ক পরতে হবে, যাতে সহজে শ্বাস-প্রশ্বাস নেওয়া যায়। এন৯৫ মাস্ক কিন্তু সাধারণ মানুষের পরার জন্য না। এটা যারা ডাক্তার, নার্স বা যারা কোভিড রোগীর সেবা দেবে, তাদের জন্য। এটা সাধারণ মানুষের পরার দরকার নাই বা যৌক্তিকতাও নাই। ঘরে তৈরি করেও মাস্ক পরা যায়, বলেন প্রধানমন্ত্রী।[৬] প্রধানমন্ত্রী বলেন, নিজের শ্বাস-প্রশ্বাস যাতে অন্যের কাছে না যায়, অন্যেরটা যেন নিজের কাছে না আসে, সেটা নিশ্চিত করার জন্য মাস্ক পরতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী আরো বলেন, এন৯৫ মাস্ক শুধু চিকিৎসা যারা দেবে, অপারেশন থিয়েটারে যারা থাকবে বা আইসিইউতে থাকবে, হাসপাতালে রোগীর পাশে থাকবে বা রোগী দেখবে, পরীক্ষা করবে, তারাই পরবে। অথবা রোগীর সেবা যারা দেবে, তাদের পরতে হবে। হাসপাতাল বা হাসপাতালের বাইরে যারা রোগীর সেবা দেবে তারা এ মাস্ক পরবে। সাধারণ মানুষের এটা পরার কোনো প্রয়োজনীয়তাই নাই। এটা পরে অপচয় না করে হাসাপাতলে পাঠিয়ে দেওয়াই ভালো। ইনশা আল্লাহ এ অবস্থা থেকে আমরা মুক্তি পাব।

[৭] তিনি বলেন, দেশের মানুষকে সুরক্ষিত রাখার জন্য অনেক চেষ্টা করে যাচ্ছি। মানুষকে আহ্বান জানাচ্ছি। দেশবাসীকে বলব, স্বাস্থ্য অধিদপ্তর থেকে স্বাস্থ্য সুরক্ষায় যে নির্দেশনা দিচ্ছে, সেগুলো মেনে চলবেন। জীবন তো কখনো অচল হয়ে থাকতে পারে না। রোজার মাসে অনেকেরই জীবন-জীবিকার প্রয়োজন রয়েছে, সেজন্য কিছুটা শিথিল করেছি।

[৮] বৃহস্পতিবার সকালে গণভবন থেকে মোবাইল ব্যাংকিং পরিষেবার মাধ্যমে সুবিধাভোগীদের ব্যাংক হিসাবে সরাসরি নগদ অর্থ প্রেরণ কার্যক্রমের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়