শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৪ মে, ২০২০, ০৮:২৬ সকাল
আপডেট : ১৪ মে, ২০২০, ০৮:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মন্ত্রণালয়ের সিদ্ধান্তহীনতায় সম্মানি ভাতা স্থগিত শত শত মুক্তিযোদ্ধার মানবেতর জীবনযাপন

শাহীন চৌধুরী: [২] মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এক সিদ্ধান্তের কারণে সম্মানি ভাতা স্থগিত হওয়ায় শত শত মুক্তিযোদ্ধার মানবেতর জীবনযাপন করছেন। [৩] সংশ্লিষ্ট সূত্র জানায়, একটি বিশেষ মহলের প্রচারণায় গত বছরের জুলাই- আগস্ট মাসে হঠাৎ করে কয়েক হাজার মুক্তিযোদ্ধার সম্মানি ভাতা স্থগিত করে দেয় মন্ত্রণালয়। পরবর্তীতে সংশ্লিষ্ট এলাকার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রধান করে একটা যাচাই বাছাই কমিটি কওে দেয়া হয়। এই কমিটি অধিকাংশ মুক্তিযোদ্ধাকে অকুপোযুক্ত ঘোষণা করে।

[৪] এরপর ভুক্তভোগীরা মন্ত্রণালয়ে আপীল করলে চলতি বছর জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে তাদের আপীল শুনানি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিল এ অনুষ্ঠিত হয়। যার ফলাফল এখনো প্রকাশ করেননি। এ সব মুক্তিযোদ্ধা দীর্ঘ থেকে সম্মানি ভাতা পেয়ে আসছিলেন। তাদের বেশিরভাগ নামে গেজেট প্রকাশ হয়েছে। তাদের একটা বড় অংশ বর্তমান শেখ হাসিনা সরকারের সময়ই তালিকা ভুক্ত হয়েছেন।

[৫] এদিকে দেশের ক্রান্তিলগ্নে করোনা ভাইরাস এর কারণে যখন মানুষের আয় রোজগার সীমিত হয়েছে। তখন এই মুক্তিযোদ্ধারা অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন। যেহেতু তাদের জন্য সরকারের বাজেট বরাদ্দ রয়েছে। তাই তারা তাদের স্থগিত ভাতা চালুর বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন।

[৬] আমাদের সময় ডটকমকে মুক্তিযোদ্ধা মোঃ দেলোয়ার হোসেন আইডি নং ৩২৫৯৭১২৯৪৫, মুক্তিযোদ্ধা মোঃ আব্বাস আলী আইডি নং ৮৬৫৯৮৭৮৭৩৩ এবং মুক্তিযোদ্ধা মোঃ আফসর আলী আইডি নং ৮২০৯৬৩৯১৯৭ তাদের দুর্ভাগের বর্ণনা দিয়ে এ ব্যপারে সরকারের দ্রুত পদক্ষেপ প্রত্যাশা করেছেন। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়