শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৪ মে, ২০২০, ০৭:২৫ সকাল
আপডেট : ১৪ মে, ২০২০, ০৭:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]টেকনাফে সাড়ে ৩হাজার ইয়াবাসহ সাত রোহিঙ্গা আটক 

ফরহাদ আমিন, টেকনাফ প্রতিনিধি :  [২] মঙ্গলবার রাতে উপজেলার হ্নীলা কেরুনতলী সায়েরং ব্রীজ সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

[৪] আটক রোহিঙ্গারা হলেন,উখিয়া বালুখালী ৯নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক বি-৩৩এর বাসিন্দা ছলি মোল্লার ছেলে  ফরিদ আলম(২৮), একই এলাকার ১২নম্বর ক্যাম্পের  ব্লক এইচ ৪ এর বাসিন্দা আব্দুর রকিমের ছেলে আবু তাহের(২৪), হ্নীলা ইউপি জাদিমুড়া শালবাগান ২৬ নম্বর ক্যাম্পের  ব্লক,এ ৪ এর বাসিন্দা সৈয়দ হোসেনের ছেলে জাফর আলম (২৮), একই ক্যাম্পের  ব্লক এ৩ বাসিন্দা দবির আহমেদের ছেলে  বশির আহমেদ(২০),ব্লক এ৩ মোঃজসিমের ছেলে মোঃজোবায়ের(২৫), ব্লকএ৩  আবুল হোসেনের ছেলে নুর কবির(২৫),একই ব্লকের দুদু মিয়ার ছেলে আবুল হাসিম(২৯)।

[৪]‌ র‌্যাব-১৫ কক্সবাজার ক্যাম্পের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান,  হ্নীলা ইউপি কেরুনতলী এলাকার সায়েরং ব্রীজের পার্শ্বে খালি জায়গায় মাদক ব্যবসায়ীরা ইয়াবা ক্রয়-বিক্রয়ে উদ্দেশ্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল ওই এলাকায় অভিযানে যায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় সাত রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে ৩ হাজার ৫শ'পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এর আনুমানিক মূল্য সাড়ে১৭লাখ টাকা।এ সময় তাদের কয়েকজন সহযোগী পশ্চিম পার্শ্বে পাহাড়ের দিকে পালিয়ে যান।

[৫]তিনি আরো জানান,উদ্ধার ইয়াবাসহ আটকের বিরুদ্ধে মাদক আইনে মামলার পর টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।পলাতক আসামিদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে। সম্পাদনা: ইস্রাফিল হাওলাদার

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়