শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ১৪ মে, ২০২০, ০৬:২৬ সকাল
আপডেট : ১৪ মে, ২০২০, ০৬:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিএনপির নেতকার্মীদের গুম করার মত করোনায় মৃত্যুর সংখ্যা ও পরিসংখ্যানকেও গুম করছে সরকার : রিজভী

শাহানুজ্জামান টিটু : [২] বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, বেসরকারি হিসেবে করোনায় মৃত্যুর সংখ্যা ৯২৯জন আর সরকার বলছে ২৬৯ জন। করোনায় আক্রান্তের সংখ্যা যেভাবে বৃদ্ধি পাচ্ছে এটাকে আড়াল করার জন্যই বিএনপি নেতাকর্মীদেরকে তারা গ্রেফতার করছে।
[৩] রিজভী বলেন, চিকিৎসকরা বলছেন, যারা হচ্ছেন আক্রান্ত এদেরকে দশ দিন পর আর চিকিৎসা দেওয়া সম্ভব হবে না। চিকিৎসা ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। আক্রান্ত রোগীদের সেবা দেওয়ার জন্য এই সরকার কোনো ব্যবস্থা গড়ে তোলেননি। শক্তিশালী ব্যবস্থা গড়ে তোলেননি বলেই আজকে মৃত্যুর সারি দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে।

[৪] তিনি বলেন, সরকার দেখাচ্ছে কি তারা উন্নতি করেছেন। কিন্তু মানুষের জীবন বাঁচানোর জন্য যে পদক্ষেপ নেওয়া দরকার সেটাই তো বড় উন্নয়ন। আপনারা মানুষের জীবন বাঁচাননি। আপনারা ফ্লাইওভার দেখাচ্ছেন।

[৫] রুহুল কবির রিজভী বলেন, যদি ভালো ভালো হাসপাতাল নির্মাণ করতেন। আজকের ভেন্টিলেটরের অভাবে মানুষ মারা যাচ্ছে। আর আপনারা উন্নয়ন দেখাচ্ছেন। আপনারা করেছেন ফটকা বাজির রাজনীতি। আপনারা বিদেশে টাকা পাচার করেছেন।

[৬] বিএনপির এই নেতা বলেন, আমরা অর্থনীতি জানি, সমাজতান্ত্রিক অর্থনীতি, পুঁজিবাদী অর্থনীতি, বাজার অর্থনীতি। আর আপনারা তৈরি করেছেন ক্যাসিনো ক্যাপিটালিজম। এ কারণেই আজকে মানুষকে বাঁচানোর জন্য, উপকারের জন্য কল্যাণের জন্য কোন ব্যবস্থা করেননি।

[৭] তিনি বলেন, আপনাদের ক্যাসিনো ক্যাপিটালিজমের কারণে দুই একটা ফ্লাইওভার দেখিয়ে আপনারা সম্রাট, খালেদ ইব্রাহিম তৈরি করেছেন কিন্তু ভালো হাসপাতাল ভেন্টিলেটরে ব্যবস্থা করতে পারেনিঠ। পরিস্থিতিকে মোকাবেলা করার কোন ব্যবস্থা গ্রহণ করেননি। এটাই হচ্ছে দুর্ভাগ্যজনক ব্যাপার।
[৮] বৃহস্পতিবার জাসাসের উদ্যোগ তোপখানা রোড শিশু কল্যাণ পরিষদের সামনে রুহুল কবির রিজভী অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়