শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ১৪ মে, ২০২০, ০৯:০০ সকাল
আপডেট : ১৪ মে, ২০২০, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৮৫ বছর বয়সে করোনা জয় করলেন মুনতাসীর মামুনের মা

ডেস্ক রিপোর্ট : [২] ] ইতিহাসবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুনতাসীর মামুনের মা জাহানারা খান করোনা জয় করে বাসায় বলে নিশ্চিত করেছেন তার পারিবারিক সূত্র। তিনি ২০ দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

[৩] মায়ের সেবা করতে গিয়ে মুনতাসীর মামুনও করোনায় আক্রান্ত হন। বর্তমানে তিনি সম্মিলিত সামরিক  হাসপাতালে (সিএমএইচে) চিকিৎসাধীন।

[৪] ১৮ এপ্রিল রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে জাহানারা খানের করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়ার পর তাঁকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিন রাতেই জাহানারা খানকে আইসিইউতে নেয়া হয়। করোনা ভাইরাস সংক্রমণের প্রথম পরীক্ষায় ফল পজিটিভ এলেও পরবর্তী দুটি পরীক্ষায় নেগেটিভ আসে। গত ৮ মে তিনি বাসায় ফিরেছেন।

[৫] জাহানারা খানের নাতনি জামাই ব্যারিস্টার রাশেদুল হক জানিয়েছেন, জাহানারা খান বার্ধক্যজনিত কিছু সমস্যায় ভুগছিলেন। এরমধ্যে জ্বর ও শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় করোনায় সংক্রমণের সন্দেহ করা হলে হাসপাতালে নেয়া হয়। এখন তিনি নিজে থেকেই চলাফেরা করতে পারছেন।

[৬] অধ্যাপক মুনতাসীর মামুনের শারীরিক অবস্থাও আরো উন্নতি করেছে বলে জানা গেছে। তিনি এখন কেবিনে অবস্থান করছেন। মুখে খাবার খেতে পারছেন। করোনার উপসর্গ নিয়ে অধ্যাপক মামুন গত ৩ মে বিকেলে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি হন। ওই দিন রাত ১টার দিকে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়। তাঁর করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। এরপর উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গত ৭ মে তাঁকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) স্থানান্তর করা হয়। কালেরকণ্ঠ

  • সর্বশেষ
  • জনপ্রিয়