শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ১৪ মে, ২০২০, ০৬:২৬ সকাল
আপডেট : ১৪ মে, ২০২০, ০৬:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশেষায়িত করোনা হাসপাতালে ১৫’শ জন চিকিৎসাধীন

লাইজুল ইসলাম : [২] স্বাস্থ্য অধিদপ্তরের মঙ্গলবারের (১২ মে) প্রতিবেদন অনুযায়ী মোট আক্রান্ত রোগীর মাত্র ৩০ শতাংশ বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা পেয়েছেন।

[৩] স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার মঙ্গলবারের তথ্য অনুযায়ী, দেশে করোনাভাইরাসে আক্রান্ত ১৬ হাজার ৬৬০ জন রোগীর মধ্যে ৩ হাজার ৫০০ জন করোনা বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং এক হাজার ৫০০ জন বর্তমানে চিকিৎসা নিচ্ছেন। যা মোট আক্রান্ত রোগীর ৩০ শতাংশ। এদের মধ্যে ৩ হাজারে ১৪৭ জন সুস্থ হয়েছেন ও দুই শতাধিক রোগী মারা গেছেন।

[৪] স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালক ডা. আমিনুল হাসান বলেন, এখন পর্যন্ত প্রায় ৩ হাজার ৫০০ জন করোনা আক্রান্ত রোগী বিশেষায়িত হাসপাতালগুলোতে চিকিৎসা নিয়েছেন।

[৫] ডা. আমিনুল হাসান বলেন, আক্রান্ত বাকি ৭০ শতাংশ অর্থাৎ ১১ হাজার ৬৬০ জন রোগীর বিষয়ে খোঁজখবর নিয়ে জানা যায়, তারা সবাই স্বাস্থ্য অধিদপ্তরের তত্ত্বাবধানে নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। তবে তাদের মধ্যে কত জন সুস্থ হয়েছেন বা তাদের মধ্যে কারো অবস্থা গুরুতর হয়েছে কিনা সে বিষয়ে কোনো ধরনের সুনির্দিষ্ট তথ্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোনো বিভাগের কাছেই নেই।

[৬] আইইডিসিআর’র পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, আক্রান্তদের মধ্যে যাদের শরীরে উপসর্গ নেই বা কম উপসর্গ রয়েছে তাদের বাড়িতে চিকিৎসা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। যাতে করে হাসপাতালের ওপর চাপ কমে এবং প্রয়োজনে গুরুতর অসুস্থ রোগীরা যেন হাসপাতালে চিকিৎসা পান। বাড়িতে চিকিৎসা পেয়েছেন দেশের সব রোগির প্রায় ৭০ শতাংশ।

[৭] তবে কতজন বাসায় বসে সুস্থ্য বা মারাগেছেন এমন কোনো হিসেব স্বাস্থ্য অধিদপ্তর, মন্ত্রণালয়ের কাছে নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়