শিরোনাম
◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ১৪ মে, ২০২০, ০৫:০৯ সকাল
আপডেট : ১৪ মে, ২০২০, ০৫:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯ হাসপাতাল নির্মাতা ২টি প্রতিষ্ঠানে সাইবার হামলা

ডেস্ক রিপোর্ট : [২] আক্রান্ত ২টি প্রতিষ্ঠান হলো ‘ইন্টারসার্ভ’ এবং ‘ব্যাম কনস্ট্রাক্ট’। সাইবার হামলার শিকার হওয়ার বিষয়টি জানিয়েছে ওই ২টি প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিবিসি

[৩] বার্মিংহামে ন্যাশনাল হেলথ সার্ভিসকে নাইটিংগেল হাসপাতাল বানাতে সহায়তা করেছিল ইন্টারসার্ভ, আর ব্যাম কনস্ট্রাক্ট কাজ করেছিল ইয়র্কশায়ার ও হাম্বারে।

[৪] ২টি আক্রমণের মধ্যে সংশ্লিষ্টতা নেই বলেইি এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। এ মাসের শুরুতেই স্বাস্থ্যসেবা গ্রুপগুলোকে সতর্কবার্তা জানিয়েছিল ব্রিটিশ সরকার।

[৫] ব্যাম কনস্ট্রাক্টের মুখপাত্র জানিয়েছেন, কম্পিউটার ভাইরাসের শিকার হওয়ার পর সতর্কতা হিসেবে নিজস্ব প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ও কিছু অন্যান্য সেবা বন্ধ করে দেয়া হয়েছিল। এতে প্রতিষ্ঠানটির দৈনন্দিন সেবায় তেমন কোনো প্রভাব পড়েনি। ভাইরাসের চেয়ে আমাদের সতর্কতার কারণেই সাধারণ কার্যক্রমে বেশি প্রভাব পড়েছে। – বলেছেন ব্যাম কনস্ট্রাক্টের মুখপাত্র। অন্যদিকে,

[৬] ইন্টারসার্ভ বলেছে, কিছু কার্যক্রম সেবা হয়তো আক্রান্ত হয়েছে। তবে প্রতিষ্ঠানটি ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টার (এনসিএসসি)-এর সঙ্গে পরিস্থিতি সামাল দিতে কাজ করছে।

[৭] এরই মধ্যে ইনফরমেশন কমিশনারের অফিসকে অবহিত করেছে প্রতিষ্ঠানটি। ইনফরমেশন কমিশনারের অফিসের কর্মীদের সতর্ক করার পাশাপাশি প্রতিষ্ঠানটি সাবেক কর্মী, গ্রাহক ও সরবরাহকারীদের সতর্ক করেছে বলে বিবিসি তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে । বিডিনিউজ২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়