শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ শিশু হাসপাতালের কার্ডিয়াক আইসিইউতে আগুন, পুড়ে গেছে যন্ত্রপাতি ও বিভিন্ন সামগ্রী 

প্রকাশিত : ১৪ মে, ২০২০, ০১:২৫ রাত
আপডেট : ১৪ মে, ২০২০, ০১:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পটুয়াখালীতে আইনজীবীরা ভার্চুয়াল কোর্ট পরিচালনায় অসম্মতি প্রকাশ

পটুয়াখালী প্রতিনিধিঃ [২] বাংলাদেশ সুপ্রিম কোর্ট কর্তৃক প্রেরিত ভার্চুয়াল কোর্ট পরিচালনার জরুরী জামিন শুনানর জন্য যে নির্দেশনা প্রদান করা হয়েছে, সে বিষয়ে পটুয়াখালী জেলা আইনজীবী সমিতি ১৩ মে বুধবার বেলা ১১.৩০ মিনিট সময় এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।

[৩] উক্ত সভায় সর্বসম্মতিক্রমে উক্ত সুপ্রিম কোর্টের প্রেরিত ভার্চুয়াল কোর্ট পরিচালনায় জরুরী জামিন শুনানীর জন্য যে নির্দেশনা প্রদান করা হয়েছে সমিতির অধিকাংশ সদস্য সে নির্দেশনা মূলে কোর্ট পরিচালনার বিষয়ে সম্মত নহে সিদ্ধান্ত গৃহীত হয়।

[৪] সমিতির আইনজীবীদের অধিকাংশই আইটি (তথ্য প্রযুক্তি) বিষয়ে এবং স্মার্ট চালাতে পারদর্শী নয় এছাড়াও করোনা ভাইরাসের প্রেক্ষাপটে কম্পিউটারের দোকানপাটও বন্ধ থাকা, ইন্টারনেট ও ওয়াইফাই সংকট থাকায় আইনজীবীগণ এ সিদ্ধান্ত নিয়েছেন।

[৫] বিষয়টি নিশ্চিত করে পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট ওবায়দুল আলম জানান করেনা ভ্ইারাসের কারনে দেশব্যাপি লকডাউন থাকার কারনে বিছার প্রার্থীদের কথা বিবেচেনা করেও সরকার ভার্চুয়াল বিচার (ট্রায়াল) চালু করলেও আইটি বিষয়ে অধিকাংশ আইনজীবী এ বিষয়ে পারদর্শী না হওয়ায় আমরা এটি অসম্মতি প্রকাশ করেছি।

[৬] উল্লেখ্য, করোনা প্রাদুর্ভাবের কারনে দেশের অন্যান্য দপ্তরের ন্যায় বিচার বিভাগীয় কার্যক্রমও বন্ধ থাকার প্রেক্ষিতে সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ৯ মে ভার্চুয়াল ট্রায়াল বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। এর ফলে আদালতে সংশ্লিষ্ট বাদি, বিবাদী, আইনজীবীদের শারীরিক উপস্থিতি ছাড়াই শুধুমাত্র ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে আদালতের কার্যক্রম পরিচালনার মাধ্যমে জরুরি বিচার সমুহ সম্পন্ন করার সুযোগ সৃষ্টি হয়।সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়