শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ১৩ মে, ২০২০, ০৯:০০ সকাল
আপডেট : ১৩ মে, ২০২০, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় যুক্তরাজ্যের অর্থনীতিতে রেকর্ড ধস

মুসা আহমেদ: [২] করোনা মহামারিতে চরম বিপর্যস্ত যুক্তরাজ্য। প্রাণঘাতী এ ভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকেই দেশটিতে স্বাভাবিক চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়। দেশজুড়ে ডাকা হয় লকডাউন। ফলে দেশটির অর্থনীতিতে ফেব্রুয়ারির চেয়ে মার্চে রেকর্ড ৫.৮ শতাংশ ধস হয়। বুধবার এ তথ্য জানায় দেশটির জাতীয় পরিসংখ্যান বিভাগ। রয়টার্স

[৩] সংস্থাটির তথ্যমতে, গেলো বছরের শেষ প্রান্তিকের তুলনায় এ বছর প্রথম তিনমাসে দেশটির জিডিপি ২ শতাংশ হ্রাস পায়। যা ছিলো ২০০৮ সালের চরম অর্থনৈতিক সঙ্কটের পর প্রথম কোন প্রান্তিকের রেকর্ড ধস। তবে অর্থনীতিবিদরা এর চেয়েও বেশি ধস আশঙ্কা করেন। তাদের ভাষ্যমতে, ২.৫ শতাংশ জিডিপি কমে যাবে বছরের প্রথম প্রান্তিকে।

[৪] সংস্থাটি আরো জানায়, ইউরোপের সামগ্রিক ধসের তুলনায় এটাকে ছোট ধস বলা যায়। করোনার কারণে পুরো ইউরোপজুড়ে লকডাউন থাকায় প্রথম প্রান্তিকে ইউরোপের সামগ্রিক জিডিপি এবার ৩.৮ শতাংশ হ্রাস পায়।

[৫] প্রতিবেদনে বলা হয়, করোনা মোকাবেলায় টানা দুই মাস দেশজুড়ে লকডাউন থাকায় দেশটির বাণিজ্যিক কাঠামো অনেকটা ভেঙে পড়েছে। যে কারণে মার্চের চেয়ে এপ্রিলের ধস বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।

[৬] এ বিষয়ে ব্রিটিশ চ্যাম্বারস অব কমার্স’র প্রধান সুরেন থিরু বলেন, করোনার কারণে এত কম সময়ে যুক্তরাজ্যের অর্থনীতিতে এত পরিমাণ ক্ষতি হবে আগে কখনও ভাবিনি। প্রথম প্রান্তিকের এ ধস থেকে ধারনা করা যায়, দ্বিতীয় প্রান্তিকেও আরো বড় ধরনের ধসের দিকে এগোচ্ছে দেশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়