শিরোনাম
◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী 

প্রকাশিত : ১৩ মে, ২০২০, ০৮:৪১ সকাল
আপডেট : ১৩ মে, ২০২০, ০৮:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আমি নরসুন্দর না করোনা আমাকে এপেশায় নামিয়ে দিয়েছে : আক্কাস আলী শেখ

শাহীন খন্দকার : [২] আল্লাহর নামে বলছি বিশ্বাস করেন, আমি নরসুন্দর না, আমি একজন বিল্ডিংমিস্ত্রি। করোনা রোগ আসার পর থেকে ঘরে বেকার বসা । স্থানীয় কাউন্সিলারসহ নেতাদের অনেকের কাছে এক কেজি চালের জন্য একাধিকবার গেছি । তাদের মন গলাতে পারিনি। তারা বলেছেন আমি ঢাকার ভোটার না তাই সহযোগিতা করতে পারবে না। স্ত্রী সন্তানসহ ৭ সদস্যের পরিবার নিয়ে খেয়ে না খেয়ে বেঁচে আছি। তাই উপায় না দেখে রাস্তায় নেমেছি কেঁচি খুর হাতে।

[৩] আক্কাস আলী শেখ বলেন, দেশে যে-দিন করোনা এসেছে রাষ্ট্রসহ কারো কাছে সাহায্য পাইনি। তাই মানুষের কাছে হাত পেতে সাহায্য নিচ্ছি না ।

[৪] বুধবার (১৩ মে) সকাল আনুমানিক ৮টায় রাজধানীর মোহম্মদপুর কৃষি মার্কেটির নিকটে টোকিও মার্কেট ও নুরজাহানস্কুলের দেয়াল নরসুন্দর আক্কাস আলী শেখের সঙ্গে এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে বসিলা বাসিন্দা আক্কাস আলী জানালেন, করোনা সংক্রমণের কারণে এ ভাবেই ঘর থেকে পথে নামার কারণ বর্ণনা করেন।

জানান, স্ত্রী ও সন্তানদের মুখে খাবার তুলে দিতে এভাবে পথে নেমে আসতে হয়েছে কাঁচি খুর হাতে যা কখনো ভাবতে পারিনি।

[৫] কান্নাজড়িত গলায় বলেন, রাজমিস্ত্রি ছিলাম যা আয় করতাম তা দিয়ে সংসার ভালোই চলতো। কখনো কারো কাছ থেকে স্ত্রী সন্তানকে মানুষের বাসাবাড়িতে কাজ তো দূরের কথা এক চিমটি লবণও ধার করে আনতে হয়নি।

বড় ছেলেটা ও এক মেয়ে লেখা পড়া করতো । টাকার অভাবে এখন আর পড়াতে পারবো না। দেশের অবস্থা স্বাভাবিক হলে গেরেজে কাজ করতে দিমু আর মেয়েটারে পড়ানোর চেস্টা করমু।

[৬] বিভিন্ন পাড়া-মহল্লায় নিম্ন আয়ের মানুষের চুল কামাইতেছি দৈনিক ১৫০ থেকে ২০০ টাকা পান আক্কাস আলী শেখ। বুধবার সকাল ৯টা পর্যন্ত নুরজাহান স্কুলের সামনেই থাকবেন। এরপর চলে যাবেন নবোদয় কাঁচা বাজারের গলীতে, সেখান থেকে আদাবর রোড হয়ে গাবতলী স্লুইসগেট বস্তিতে দুপুর ১টা পর্যন্ত কাজ করে যা পাবো তাই নিয়ে চাল মরিচ পেঁয়াজ সবজি নিয়ে ঘরে ফিরবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়