শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৩ মে, ২০২০, ০৫:৫০ সকাল
আপডেট : ১৩ মে, ২০২০, ০৫:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এখন থেকে সবসময় বাড়িতে বসেই কাজ করতে পারবেন টুইটার কর্মীরা

লিহান লিমা: [২] টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জ্যাক ডরসি মঙ্গলবার এক ই-মেইল বার্তায় বলেছেন, করোনাভাইরাস সংক্রমণ চলে গেলেও এখন থেকে সবসময়ের জন্যই বাড়িতে বসে কাজ করতে পারবেন টুইটার কর্মীরা। দ্য গার্ডিয়ান, নিউ ইয়র্ক পোস্ট

[৩]এক বিবৃতিতে ডরসি বলেন, করোনাভাইরাসের সংক্রমণের পর টুইটার প্রথম কোম্পানি হিসেবে কর্মীদের বাড়িতে থেকে কাজ করার নির্দেশ দেয়। টুইটার বাড়ি থেকে কাজ করার উৎসাহ দিচ্ছে। এতে করে কাজের বিকেন্দ্রীকরণ হবে, এতে কর্মীরা যে কোন জায়গা থেকে দ্রুত কাজ করতে সক্ষম হবে।

[৪]বাজফিড নিউজকে ডরসি বলেন, টুইটার সেপ্টেম্বরের পূর্বে অফিস চালু করবে না। তবে এই মুহুর্তে টুইটারের যাকে প্রয়োজন তাকে ডেকে নিয়ে কাজ পরিচালনা করবে। তখন পর্যন্ত বন্ধ থাকবে সকল ব্যবসায়িক ভ্রমণ ও যাতায়াত। ইতোমধ্যেই ২০২০ সালের সকল ইভেন্ট বাতিল করেছে সংস্থাটি। টুইটার বলেছে, এ বছরের শেষের দিকে ২০২১ সালের কর্মপরিকল্পনা দেয়া হবে।

[৫]টুইটার গত ২ মার্চ থেকে কর্মীদের বাড়ি থেকে কাজ করার উৎসাহ দিচ্ছে। ১১ মার্চ থেকে বিশ্বজুড়ে এটি বাধ্যতামূলক করেছে টুইটার। এমনকি বাড়িতে অফিস বসানোর জন্য যে খরচ লাগবে সেগুলোও বহন করার ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।

[৬]অ্যাপল, অ্যামাজন, মাইক্রোসফট এবং গুগলসহ অন্যান্য টেক প্রতিষ্ঠান করোনা সংক্রমিত এলাকার কর্মীদের জন্য একই নির্দেশ দিয়েছে। গুগল ও ফেসবুক কর্মীদের বাড়ি থেকে কাজ করার সময় ২০২১ পর্যন্ত বাড়িয়েছে। অ্যামাজনও এ বছরের অক্টোবর পর্যন্ত বাড়িতে বসেই কর্মীদের কাজ করার নির্দেশনা দিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়