শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১৩ মে, ২০২০, ১২:১৮ দুপুর
আপডেট : ১৩ মে, ২০২০, ১২:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মার্কিন হাউসে ডেমোক্রেটদের ৩ ট্রিলিয়ন ডলারের করোনা সহায়তা প্রস্তাব পেশ, বাস্তবায়নে রিপাবলিকানদের সংশয়

রাশিদ রিয়াজ : [২] ১ ট্রিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য, স্থানীয় ও উপজাতীয় সরকারগুলোর মাধ্যমে খরচের কথা বলা হয়েছে। ২শ বিলিয়ন ডলার খরচ হবে করোনায় স্বাস্থ্য কর্মীদের ঝুঁকিপূর্ণ বেতন নিশ্চিত করতে। ফক্স নিউজ

[২] হাউস স্পিকার ন্যান্সি পেলোসি এ প্রস্তাব ঘোষণা দিয়ে বলেন, লাখ লাখ মার্কিনি গভীর দুর্ভোগে পড়েছে। তাদের সহায়তায় এ প্রস্তাব বাস্তবায়ন করা গেলে প্রতিটি মার্কিন পরিবার ১২’শ থেকে ৬ হাজার ডলার পর্যন্ত সহায়তা পাবেন।

[৩] মার্কিন ডেমোক্রেটদের এ ৩ ট্রিলিয়ন সহায়তা প্রস্তাবের আগেই যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রণালয় ইতিমধ্যে ৩ ট্রিলিয়ন ডলার ধার করে করোনা পরিস্থিতি মোকাবেলায় খরচ করছে। তবে অর্থমন্ত্রণালয়ের ওই প্রস্তাবে ডেমোক্রেট ও রিপাবলিকানদের সমর্থন ছিল।

[৪] মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন মানুচিন মনে করছেন সুদের হার অত্যন্ত কম থাকায় আরো ৩ ট্রিলিয়ন ডলারের এ সহায়তা প্রস্তাব বাস্তবায়ন সম্ভব।

[৫] এ প্রস্তাবকে স্পিকার ন্যান্সি পেলোসির উদার ইচ্ছে তালিকা হিসেবে মন্তব্য করে সিনেট সংখ্যাগরীষ্ঠ নেতা মিচ ম্যাককনেল, আর-কি বলেছেন এধরনের সহায়তা প্রস্তাব বাস্তবায়নে কোনো তাড়াহুড়া দেখছি না।

[৬] নির্বাচনী আইনকে পরিবর্তনের এক কূটকৌশল হিসেবে এ সহায়তা প্রস্তাবকে দেখছেন রিপাবলিকান সিনেটর জোসেফ ম্যাককার্থি। এ প্রস্তাবে কোনো জবাদিহিতা নেই, গণতন্ত্র ও আইনের শাসনে এধরনের প্রস্তাবকে উদ্বেগজনক বলেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়