শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত : ১৩ মে, ২০২০, ০৮:৪৯ সকাল
আপডেট : ১৩ মে, ২০২০, ০৮:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এবার পুতিনের মুখপাত্রের শরীরে করোনা শনাক্ত

ইয়াসিন আরাফাত : [২] রাশিয়া সরকারের সর্বোচ্চ কর্মকর্তা হিসেবে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র পেশকভ নভেল করোনাভাইরাসে সংক্রামিত হলেন। মঙ্গলবার নিজের করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে জানিয়ে দেশটির এক সংবাদমাধ্যমকে পেসকভ বলেছেন, 'হ্যাঁ, আমি অসুস্থ। বর্তমানে আমি একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছি। ইন্টারফ্যাক্স, রয়টার্স, ডেইলি মেইল

[৩] পেশকভ জানিয়েছেন, এক মাসের বেশি সময় আগে তিনি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।

[৪] এদিকে পুতিনে স্বস্থ্য সুরক্ষায় নিয়োজিত এক কর্মকর্তা জানিয়েছেন, পুতিনের স্বাস্থ্য কঠোরভাবে সুরক্ষিত এবং তিনি রাশিয়ায় সর্বোত্তম চিকিৎসাসেবা গ্রহণ করেন। করোনাভাইরাসের প্রকোপ শুরু হওয়ার পর থেকে মস্কোর বাইরের একটি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরকারি বিভিন্ন বৈঠক পরিচালনা করে আসছেন পুতিন। যদিও মঙ্গলবার সকালে দেশটির তেল জায়ান্ট কোম্পানি রসনেফটের প্রধান ইগোর সেচিনের সঙ্গে সাক্ষাৎ করেন পুতিন।

[৫] এর আগে এপ্রিলের শেষের দিকে দেশটির প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন করোনায় সংক্রামিত হন। তার শরীরে করোনা শনাক্ত হওয়ায় প্রধানমন্ত্রীর পদ থেকে সাময়িক সরে দাঁড়ান মিখাইল। এছাড়া চলতি মাসের শুরুর দিকে দেশটির সংস্কৃতিবিষয়ক মন্ত্রী ওলগা লিয়াবিমোভা করোনাভাইরাসে আক্রান্ত হন। তারও আগে রাশিয়ার নির্মাণমন্ত্রী ভ্লাদিমির ইয়াকুশেভ এবং তার মন্ত্রণালয়ের উপমন্ত্রীও করোনা পজিটিভ হন।

[৬] দেশটিতে প্রত্যেকদিন আস্বাভাবিক হারে বাড়ছে করোনার সংক্রামণ। এরপরেও মঙ্গলবার থেকে নির্মাণখাত ও কারখানার শ্রমিকদের কাজে ফেরার অনুমতি দিয়েছে দেশটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়